সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল (Israel) থেকে আসা বিমান ঢুকতে দেওয়া হবে না। এই দাবিতে ব্যাপক প্রতিবাদ শুরু হল রাশিয়ায় (Russia)। রবিবার সেদেশের বিমানবন্দরে ঢুকে পড়ে আল্লাহু আকবর স্লোগান দিতে থাকেন প্রায় ১০০ জন প্রতিবাদী। তাদের দাপটে আহত হন অন্তত ২০ জন। অবস্থা সামাল দিতে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। বিশেষ বাহিনীও নামানো হয়। বেশ খানিকক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ব্যাপক প্রতিবাদের ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরে। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ ওই বিমানবন্দরে নামে এক ইজরায়েলি বিমান। তেল আভিভ থেকে এসেছিল ওই বিমানটি। তবে ঘণ্টাদুয়েক পরেই মস্কো উড়ে যাওয়ার কথা ছিল বিমানের। কিন্তু অবতরণ করা মাত্রই বিমানবন্দরে আছড়ে পড়ে প্রতিবাদীদের ভিড়। প্রায় একশো জন মানুষ ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে ঢুকে পড়েন।
নিরাপত্তার বেড়া ভেঙে রানওয়ের দিকে ছুটে যেতে থাকেন প্রতিবাদীরা। রানওয়েতে ঢুকেও স্লোগান দিতে থাকেন তাঁরা। শিশুহত্যাকারীদের রাশিয়ায় ঢুকতে দেওয়া হবে না, এমন প্ল্যাকার্ডও দেখা যায় তাঁদের হাতে। বিশেষ বাহিনী নামিয়ে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কর্তৃপক্ষ। সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরে জানানো হয়, আগামী ৬ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মাখাচকালা বিমানবন্দর।
ভাইরাল হয়ে যায় এই ব্যাপক প্রতিবাদের ভিডিও। ‘ইহুদিদের খোঁজে’ অভিযান চালানো হচ্ছে বলেই দাবি করেন প্রতিবাদীরা। এই ঘটনার পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ইজরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাশিয়াকে। এই ঘটনায় দাগেস্তানের প্রশাসনও নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.