সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামজা ইউসুফ। স্কটিশ প্রধানমন্ত্রী নিকোলা স্টার্জেনের ইস্তফার পর মঙ্গলবারই পাক (Pakistan) বংশোদ্ভূত এই রাজনৈতিক নেতাকে তরুণতম ও প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে স্কটল্যান্ডের (Scotland) পার্লামেন্টে। ৩৭ বছরের ইউসুফ সোমবারই অল্প ভোটের ব্যবধানে জিতে স্কটিশ ন্যাশনাল পার্টির সর্বোচ্চ পদে আসীন হন। মঙ্গলবার পার্লামেন্টে হওয়া ভোটে জিতে দেশের নতুন ফার্স্ট মিনিস্টার তথা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি।
হামজা ইউসুফ সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচ তথ্য:
- গত শতকের ছয়ের দশকে স্কটল্যান্ডের গ্লাসগোতে এসে পৌঁছনো শরণার্থীদের মধ্যে অন্যতম ছিলেন ইউসুফের বাবা ও ঠাকুরদা। তাঁর মা কেনিয়ার নাগরিক।
- প্রথম গ্লাসগোর হাচেনসনস গ্রামার স্কুল থেকে পাশ করেন ইউসুফ। পরে গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে স্নাতক হন তিনি।
- গত ফেব্রুয়ারি থেকেই স্পষ্ট হয়ে উঠতে থাকে ইউসুফের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা। এই সময়ই এক ভাষণে তাঁকে বলতে শোনা যায়, ”আমার দাদু দূরতম কল্পনাতেও ভাবতে পারেননি একদিন তাঁর নাতি এই দেশের প্রধানমন্ত্রী হবেন।” তিনি মনে করিয়ে দেন, সাধারণ শরণার্থী হিসেবে এই দেশের এসেছিলেন তাঁর ঠাকুরদা। তিনি ইংরেজি বলতেই পারতেন না।
- ২০১২ সাল থেকে সরকারের বিচার সচিব এবং পরিবহন মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
- গত পাঁচ সপ্তাহের টানাপোড়েনের পর অবশেষে স্কটিশ ন্যাশনাল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হন তিনি। নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবেই তাঁকে বেছে নেওয়া হয়। বুধবার শপথ নেবেন তিনি।