Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

Russia-Ukraine War: খবর পড়ার ফাঁকেই যেন ভেঙে পড়ল আকাশ! ইউক্রেনের টিভি ক্যামেরায় ধরা পড়ল ভয়ংকর দৃশ্য

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

Huge explosion on Ukraine's capital Kyiv was caught on camera। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 3, 2022 2:13 pm
  • Updated:March 3, 2022 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ইউক্রেনের (Ukraine) রাতের আকাশ জুড়ে দেখা গেল বিকট বিস্ফোরণের আলোর ঝলকানি। আর সেই সঙ্গে প্রচণ্ড শব্দ। ঠিক সেই সময় স্টুডিওয় বসে এক সাংবাদিক খবর পড়ছিলেন। ক্যামেরায় ধরা পড়ল সেই বিস্ফোরণের মুহূর্ত। স্বাভাবিক ভাবেই সঙ্গে সঙ্গে সরে যেতে দেখা গেল ওই সাংবাদিক ও অন্যান্য সংবাদকর্মীদের। এই মুহূর্তে কতটা আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটছে ইউক্রেনবাসীর, তা ওই ভিডিওয় স্পষ্ট হয়ে গিয়েছে। ‘বিএনও নিউজ’ নামের এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্টুডিওয় ঘটেছে এই ঘটনা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও।

গত সপ্তাহেই কিয়েভে ঢুকে পড়েছিল রুশ সেনা (Russia-Ukraine War)। কিন্তু এখনও পর্যন্ত শহর তাদের দখলে আসেনি। তবে উত্তরোত্তর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। ফলে কিয়েভের বাসিন্দা ৩০ লক্ষ মানুষ এই মুহূর্তে বিপদের মুখে পড়েছেন। মঙ্গলবারই পরপর বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ।

Advertisement

[আরও পড়ুন: পুতিনের মূর্তি সরাল প্যারিসের মিউজিয়াম, আন্তর্জাতিক মঞ্চে একঘরে রাশিয়া]

তবে ইউক্রেনের রাজধানী কিয়েভে আর কোনও ভারতীয় নেই। কিন্তু দ্বিতীয় বৃহত্তম শহর খারকভ ঘিরে উদ্বেগ রয়েছে। সেখানেও ক্রমেই জোরাল হচ্ছে রাশিয়ার আক্রমণ। মঙ্গলবার সন্ধেয় বিদেশমন্ত্রকের তরফে আটকে পড়া ভারতীয়দের শহর ছাড়তে বলা হয়।

গত কয়েক সপ্তাহ ধরে ক্রমেই ঘনাচ্ছিল যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে হুঁশিয়ারিও দেন। কিন্তু সব হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে গত সপ্তাহে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রুশ সেনা। কিন্তু অভাবনীয় প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুতিন বাহিনীকে। এর ফলে কিছুটা অস্বস্তিতে রাশিয়া। তবু মুর্হুমুর্হু আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসন দখল করে ফেলেছে রুশ সেনা। এবার তাদের পরবর্তী টার্গেট দেশের তৃতীয় বৃহত্তম শহর ওডেসা।

এর মধ্যেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে রুশ (Russia) বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বুধবার হুঁশিয়ারি দেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তবে তা হবে পরমাণু যুদ্ধ ও ধ্বংসাত্মক। এই হুঁশিয়ারি ঘিরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সারা বিশ্বেরই শান্তিকামী মানুষ।

[আরও পড়ুন: বাইরে আছড়ে পড়ছে রুশ গোলা, বাঙ্কারেই বিয়ে সারলেন ইউক্রেনীয় যুগল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement