Advertisement
Advertisement

Breaking News

alligator

মাঝরাতের আতঙ্ক! জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়ল কে

ব্যাপারটা কী?

Huge alligator enters by breaking glasses into a house in Florida,USA
Published by: Sucheta Sengupta
  • Posted:June 3, 2019 2:33 pm
  • Updated:June 3, 2019 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে হুলুস্থূলু৷ ধুপধাপ শব্দে ঘুম ভেঙে গেল বৃদ্ধা গৃহকর্ত্রীর৷ কীসের আওয়াজ? বাড়িময় খুঁজতে খুঁজতে উৎস মিলল রান্নাঘরে৷ কিন্তু এ কী দৃশ্য! শিউরে উঠে ছিটকে চলে এলেন বাড়ির মালকিন৷

[আরও পড়ুন: বোমার আঘাতে ছিন্নভিন্ন ইসলামিক স্টেটের কেরল শাখার প্রধান]

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার এলাকার এই বাড়িতে রান্নাঘরজুড়ে বিরাট হাঁ করে রয়েছে একটা প্রাণী৷ জানলা ভেঙে ঢুকে পড়েছে অ্যালিগেটরটি৷ হাবভাব এমন, যেন এক্ষুণি গোটা বাড়িটা গিলে ফেলবে৷ তার দাপটে বাড়ির দেওয়ালে প্রচুর ছিদ্র হয়েছে, রান্নাঘর তছনছ, ফ্রিজটি ক্ষতিগ্রস্ত৷ ৭৭ বছরের গৃহকর্ত্রী মিসেস উইসচুসেনের সাজিয়ে রাখা শখের ওয়াইনের বোতল ভেঙে চুরমার৷ এসব যত না আঘাত পেয়েছেন তিনি, তার চেয়েও বেশি ভয় পেয়ে গিয়েছেন৷ ৯১১ অর্থাৎ ফ্লোরিডার এমারজেন্সি ফোন নম্বরে ফোন করে তিনি সাহায্য চেয়েছন৷ খবর পেয়ে একদল কর্মী পৌঁছায় তাঁর বাড়িতে৷ অ্যালিগেটরটিকে ধরতে ফাঁদ পাতেন তাঁরা৷   

Advertisement

মিসেস উইসচুসেনের বাড়ি থেকে অ্যালিগেটরটিকে ধরে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি ফার্মে৷ আর সরীসৃপটি ঘরছাড়া হওয়ায় হাঁপ ছেড়েছেন ৭৭ বছরের একাকী বৃদ্ধা৷ তবে অ্যালিগেটরের গৃহপ্রবেশে প্রাথমিক আতঙ্ক কাটিয়ে তিনি মজাও পেয়েছেন বেশ৷ স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, ‘সরীসৃপটা হাঁ করে ছিল ঠিকই, কিন্তু ওর চোখে তেমন রাগ ছিল না৷ বরং যেন বলতে চাইছিল, দেখো তোমার জানলা ভেঙে কেমন ঢুকে পড়েছি৷’ বলেই কিছুটা হাসলেন মিসেস উইসচুসেন৷

[আরও পড়ুন: তাইওয়ান নিয়ে হুঙ্কার ‘ড্রাগনের’, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘনাল যুদ্ধের মেঘ]

এই এলাকায় বেশি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হলেই, অ্যালিগেটরগুলি বাড়িতে ঢুকে পড়ে৷ ফলে ফ্লোরিডায় এই দৃশ্য স্বাভাবিক৷ তা সত্ত্বেও নিজের বাড়িতে ওভাবে মস্ত বড় সরীসৃপটি দেখলে ভয়ে বুক কেঁপে ওঠারই কথা৷ তাইই হয়েছিল বৃদ্ধা গৃহকর্ত্রীর৷ তবে শেষমেশ খুব বড়সড় ক্ষতি না হওয়ায়, অভিজ্ঞতাটি পরে বেশ উপভোগ্য হয়েছে তাঁর কাছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement