Advertisement
Advertisement

Breaking News

পাতিয়ালার মহারাজাকে গাড়ি ভেট দেন হিটলার

হিটলার সেই বৈঠকের পরই দুর্লভ মে-বাখ গাড়ি উপহার দেন মহারাজাকে৷

How Adolf Hitler's Gift To Patiala's Maharaja Changed Hands!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 11:19 am
  • Updated:June 6, 2016 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডলফ হিটলার একটি দুর্লভ মে-বাখ গাড়ি উপহার দিয়েছিলেন পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিংকে! অবিশ্বাস্য হলেও সত্যি৷ এমনকী ১৯৩৫ সালে উপহার পাওয়া সেই গাড়িই কোনওরকম অর্থের লেনদেন ছাড়াই হাতবদল হয়ে যায় ভারোলির সর্দার সত্যজিত্‍ সিংয়ের কাছে৷ সেখানে থেকে প্রাচীন জিনিসপত্র সংগ্রাহকদের কাছে যায় সেই গাড়ির৷

এমন সব অজানা তথ্য উঠে এসেছে সুমন্ত কে ভৌমিকের লেখা ‘প্রিন্সলি প্যালেসেস ইন নিউ ডেলহি’ কফিটেবিল বইয়ে৷ নিয়োগী বুকস থেকে প্রকাশিত এই বইয়ে রয়েছে পাতিয়ালা হাউসের (প্রাসাদের) ১৯৪৯ সালের ১৩ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক বৈঠকের কথা৷ যে বৈঠকে ঠিক হয়, প্রতি চার বছর অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে৷ প্রথম খেলা হবে ১৯৫১ সালে৷ এই বইয়ে এমনই সব অজানা তথ্য তুলে ধরা হয়েছে৷ সুমন্ত তাঁর বইয়ে লিখেছেন, জার্মানিতে বৈঠক হয়েছিল অ্যাডলফ হিটলার ও মহারাজা ভূপিন্দরের৷ হিটলার সেই বৈঠকের পরই দুর্লভ মে-বাখ গাড়ি উপহার দেন মহারাজাকে৷ সারাবিশ্বে এই গাড়ির সংখ্যা মাত্র ছয়৷ পাতিয়ালার মোতিবাগ প্রাসাদে গাড়িটি রাখা, তবে ব্যবহার করা হয়নি কোনওদিন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement