Advertisement
Advertisement

Breaking News

Canada Temple

খলিস্তানি তাণ্ডবের পর এবার হিন্দু মন্দির ভাঙচুর কানাডায়, লেখা হল ভারত বিরোধী স্লোগান

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার দৃশ্য।

Hindu temple vandalised in Canada anti India slogans written in walls | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 6, 2023 12:04 pm
  • Updated:July 4, 2023 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হিংসা ছড়াল কানাডার (Canada) হিন্দু মন্দিরে। জানা গিয়েছে, বুধবার রাতের অন্ধকারে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। কানাডার অন্টারিওর ওই মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে একাধিক ভারত বিরোধী স্লোগানও লেখা হয়। প্রসঙ্গত, জানুয়ারি মাসেই কানাডার আরেকটি মন্দিরে এহেন আক্রমণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই এই হামলা।

উইন্ডসর পুলিশের তরফে জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত বারোটা নাগাদ দুই আততায়ী মন্দিরে আসে। কালো কাপড়ে মুখ ঢাকা ছিল তাদের। একজন এসে মন্দিরে ভাংচুর চালায়, সেই সময় অপর ব্যক্তি চারদিকে নজর রাখছিল। ভাংচুরের পর মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে ভারত বিরোধী স্লোগান লিখে দেয় তারা। সমস্ত কাজ সেরে অন্ধকারেই পালিয়ে যায় দুই আততায়ী। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা বিষয়টি।

Advertisement

[আরও পড়ুন: দেশের করোনা গ্রাফে বড় লাফ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫ হাজারের বেশি]

তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদিকে (Narendra Modi) জঙ্গি আখ্যা দেওয়া হোক’-এহেন স্লোগান লিখেছে দুই আততায়ী। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মন্দিরের এলাকার সমস্ত বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যেন দুই আততায়ীকে ধরা যায়। এই ঘটনার নেপথ্যে ঘৃণা ছড়ানোই মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির চেষ্টা শুরু হতেই কানাডায় ভারতীয় দূতাবাসে ঢুকে হামলা চালিয়েছিল খলিস্তানপন্থীরা। খলিস্তানিদের তাণ্ডবের জেরে ভারতীয় রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত অনুষ্ঠান বাতিল হয়। এমনকী, অনুষ্ঠানে হাজির ভারতীয় বংশোদ্ভুত সাংবাদিকদেরও হেনস্তার শিকার হতে হয়। পুলিশ উপস্থিত থাকার পরও তাণ্ডব চালায় খলিস্তান সমর্থকরা বলেও অভিযোগ। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের ভারত বিদ্বেষ ছড়াল কানাডার মাটিতে।

[আরও পড়ুন: সপ্তাহান্তে ফের বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির আশঙ্কা শিয়ালদহ শাখায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement