মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খলিস্তানি তাণ্ডব আমেরিকায়। আবারও শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় হিন্দুদের ধর্মস্থল। এবার ক্যালিফোর্নিয়ার একটি মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখল খলিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
নিজেদের এক্স হ্যান্ডেলে মন্দিরে হামলার কথা তুলে ধরেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। তারা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার নেওয়ার্ক শহরের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে খলিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নেওয়ার্ক পুলিশ। মার্কিন বিচারবিভাগের নাগরিক অধিকার বিভাগেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে এহেন ঘটনা আমেরিকায় প্রথম নয়। এর আগেও খলিস্তানিদের রোষের মুখে পড়েছে হিন্দুদের উপাসনাস্থল।
A Hindu temple has been vandalised with anti-India and pro-Khalistan graffiti on its exterior walls in Newark, California, United States. Newark Police has assured a thorough investigation into the incident. pic.twitter.com/ruhEY6nkv1
— ANI (@ANI) December 23, 2023
উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। অতীতে লন্ডন , অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মেলবোর্ন ও সিডনির একাধিক হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। বিশেষ করে, কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বদলা নেওয়ার হুমকি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।
প্রসঙ্গত, দেশভাগের সময় শিখ সম্প্রদায়ের একাংশ পৃথক রাজ্য খলিস্তানের দাবি তোলে। সার্বভৌম রাষ্ট্রের দাবিতে আন্দোলন হয়। তৎকালীন সরকার শিখদের দাবিকে মান্যতা দেয়নি। কিন্তু এরপর জার্নেল ভিন্দ্রাওয়ালের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়। ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন ভিন্দ্রানওয়ালে এবং তাঁর সঙ্গীদের নির্মূল করতে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনা অভিযান চালায়। মৃত্যু হয় ভিন্দ্রানওয়ালের। সেই অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার (Operation Blue Star)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.