সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক দশক পর পাকিস্তানের জাতীয় আইনসভায় পেশ হল বিতর্কিত হিন্দু বিবাহ বিল, ২০১৬৷ এই বিল পাস হলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিয়ে আইনি স্বীকৃতি পাবে৷
হিন্দু বিবাহ বিল, ২০১৬-র বিষয়ে পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রকের স্থায়ী কমিটি যে রিপোর্ট দিয়েছে বুধবার সেটা জাতীয় আইনসভায় পেশ হয়৷ এবার শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা মাত্র৷ আশা করা হচ্ছে, জাতীয় আইনসভায় এবার এই বিল পাস হয়ে যাবে৷ কারণ দেশের শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এই বিল সমর্থন করছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.