Advertisement
Advertisement

Breaking News

Pakistan Hindu

পাকিস্তানে ফের হিন্দু নির্যাতন, অফিস থেকে অপহৃত সংবাদমাধ্যমের কর্তা

ছেলেকে ফিরিয়ে আনুন, কাতর আরজি মায়ের।

Hindu head of news channel abducted in Pakistan, mother pleads for safe return | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 13, 2023 2:53 pm
  • Updated:April 13, 2023 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের হেনস্তার শিকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। সেদেশের নামী সংবাদমাধ্যমের আধিকারিককে অফিস থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর দু’দিন কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি। ছেলের সন্ধান পেতে প্রশাসনের কাছে কাতর আরজি জানিয়েছেন মা। তা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।

জানা গিয়েছে, অপহৃতের নাম আকাশ রাম। পাকিস্তানের বিখ্যাত সংবাদসংস্থা বোল নিউজের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। সংস্থার মার্কেটিং হেড পদে কর্মরত ছিলেন আকাশ। মঙ্গলবার অফিস থেকেই তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। আশেপাশের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আকাশের অপহরণের দৃশ্য।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে কী বললেন পার্থ?]

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ বোল নিউজের দপ্তর থেকে আকাশকে অপহরণ করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আকাশের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী ও দুই পরিচারককেও অপহরণ করা হয়। রুপোলি রঙের একটি গাড়িতে ধরে বেঁধে তাঁদের তোলা হয়। তারপর সংবাদসংস্থার অফিসের চারপাশে চক্কর কাটে ওই গাড়িটি। তারপর অজানা কোনও জায়গায় চলে যায়।

যাওয়ার আগে সংস্থার সমস্ত সিসিটিভি নষ্ট করে দেয় আততায়ীরা। ঘটনার বেশ কিছুক্ষণ পরে বিষয়টি অন্যদের নজরে আসে। সংবাদসংস্থার তরফেই আকাশের অপহরণের খবর প্রকাশ করা হয়। ছেলেকে ফিরিয়ে আনুন, প্রশাসনের কাছে কাতর আরজি জানান আকাশের মা। তবে বৃহস্পতিবার পর্যন্তও আকাশের কোনও খোঁজ মেলেনি। 

[আরও পড়ুন: উপনির্বাচনে হারের পরই সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! বিডিও অফিসের সামনে ধরনায় অধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement