Advertisement
Advertisement
Benjamin Netanyahu

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হেজবোল্লার! নয়া মোড় নিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ

শনি সকালে সিজোরিয়া এলাকায় শোনা গেল ভয়াবহ বিস্ফোরণের শব্দ।

Hezbollah drone strike Israel PM Benjamin Netanyahu private residence in Caesarea
Published by: Amit Kumar Das
  • Posted:October 19, 2024 1:32 pm
  • Updated:October 19, 2024 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হেজবোল্লার। ইজরায়েলের সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় সিজারিয়া এলাকায়। এখানেই রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন। ইজরায়েল সেনার তরফে জানা গিয়েছে, লেবানন থেকে লঞ্চ করা হয়েছিল এই ড্রোন। যা একটি বাড়িতে আছড়ে পড়ে। যদিও এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জেরুজালেন পোস্ট সূত্রের খবর, সিজারিয়ায় এই ড্রোন হামলার পর তেল আভিবে সাইরেনের শব্দ শোনা যায়।

গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইজরায়েল ও হামাস যুদ্ধ এখন মোড় ঘুরেছে ইরান ও লেবাননের দিকে। ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। হামলা ও পালটা হামলায় রক্তাক্ত মধ্যপ্রাচ্য। এরই মাঝে যুদ্ধ থামাতে দুটি শর্ত দিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলে তিনি বার্তা দেন, ‘যুদ্ধ আগামিকালই শেষ হয়ে যেতে পারে। যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং আমাদের পণবন্দিদের ফিরিয়ে দেয়।’ তবে সিনওয়ার মৃত্যুতে হামাস ও হেজবোল্লা হুঁশিয়ারি দিয়েছিল, ‘যুদ্ধের নতুন অধ্যায় শুরু হবে।’ কূটনৈতিক মহলের দাবি, নেতানিয়াহুর বাড়িতে হামলা চালিয়েই সূচনা করা হল সেই নতুন অধ্যায়ের। এই হামলার ঘটনায় স্পষ্ট যে যুদ্ধ বিরাম নয়, বরং আরও রক্ত স্রোত বইতে চলেছে গোটা মধ্যপ্রাচ্যে।

Advertisement

সৌদির এক সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রীর আবাসে এই ড্রোন হামলা চালানো হয়। যে বাড়িতে হামলা চলে সেটি নেতানিয়াহুর বাসভবনের একটি অংশ। ইহুদি সেনা আইডিএফের দাবি, মোট ৩টি ড্রোন ছোড়া হয়েছিল। যার মধ্যে একটি বিস্ফোরণ ঘটায়। বাকি দুটি আকাশেই নষ্ট করে দেওয়া হয়। এর পর পরই ইজরায়েলের গিলোট সেনা ক্যাম্পে বেজে ওঠে সাইরেন। যদিও সেনার দাবি, সেনা ক্যাম্পে কোনওরকম হামলার ঘটনা ঘটেনি।

এদিকে আরও জানা যাচ্ছে, শনিবার সকাল থেকে তিবেরিয়া ও ইজরায়েলের আশপাশের এলাকা লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হেজবোল্লা। যদিও সেই সব হামলা রুখে দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। তেল আবিব এবং শহরের উত্তরাঞ্চলে ড্রোন হামলার সতর্কতা সাইরেনও শোনা যায়। যদিও সেখানে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার মধ্যে দুটিকে ধ্বংস করা গেলেও একটি সিজারিয়া এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটায়। এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement