Advertisement
Advertisement
Jaishankar

ভারতে বৈষম্যের শিকার সংখ্যালঘুরা! আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কী জবাব জয়শংকরের?

'ডিজিটাল' ভারতের জয়গান বিদেশমন্ত্রীর মুখে।

Here is what EAM Jaishankar says on discrimination against minorities in India। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 30, 2023 1:04 pm
  • Updated:September 30, 2023 1:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ অর্থহীন। ভারতীয় সমাজে দ্রুত পরিবর্তন এসেছে। আমেরিকার (US) মাটিতে দাঁড়িয়ে এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ভারতীয় সংখ্যালঘুদের বিষয়টি উঠে আসে। এবং জয়শংকর সাফ জানিয়ে দেন, উদ্বেগের কোনও প্রয়োজন নেই।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আজ, আপনারা যেহেতু ভারতের সংখ্যালঘুদের বিষয়টি তুলেছেন, জানতে চাই সুশাসন বা সমাজের ভারসাম্যের পরীক্ষা আসলে কী? বিশ্বের প্রতিটি সমাজেই কোনও না কোনও সময়ে কোনও না কোনও ধরনের বৈষম্য হয়েছে। কিন্তু আজ যদি আপনি ভারতের দিকে তাকান, দেখবেন অসাধারণ পরিবর্তন হয়েছে। সবথেকে বড় পরিবর্তনটা হল, আজ ভারতে এমন এক কল্যাণময় সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে গড় আয় ৩ হাজার মার্কিন ডলারের কম।”

Advertisement

[আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঝোরে বৃষ্টি, সপ্তাহান্তে পণ্ড হবে পুজোর শপিং?]

জয়শংকরের (S Jaishankar) আরও দাবি, ”এই পৃথিবীতে এমনটা এর আগে কেউ করেনি। আপনি স্বাস্থ্যের দিকে দেখুন, আবাস দেখুন, খাদ্য, অর্থ, শিক্ষা ব্যবস্থা দেখুন। আমি দেখাতে পারি কোনও বৈষম্য নেই। সত্যি বলতে যত বেশি আমরা ডিজিটাল হচ্ছি, তত বেশি আমাদের প্রশাসন অবয়বহীন হয়ে পড়েছে। এখন তা অনেক বেশি পরিচ্ছন্ন।”

[আরও পড়ুন: ‘ফোন ধরছ না কেন?’, বিধানসভায় পা রেখেই পরিষদীয় মন্ত্রীর ধমক খেলেন নির্মলচন্দ্র রায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement