Advertisement
Advertisement

Breaking News

আমেরিকায় শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে সরব মালালা

প্রতিবাদে সরব হচ্ছে বিশ্ব।

Heart borken over Trump's decision to ban refugees, saya Malala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2017 11:00 am
  • Updated:January 28, 2017 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়া-সহ মধ্য প্রাচ্য থেকে আশা শরণার্থীদের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার সরব হলেন মালালা ইউসুফজাই৷ নোবেল পুরস্কার প্রাপ্ত এই পাকিস্তানি সমাজকর্মী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি আরও বলেন, যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়া থেকে পালিয়ে আশা শরণার্থীদের আমেরিকায় প্রবেশ করতে না দেওয়া আমেরিকার ইতিহাসের বিরোধী৷ আমেরিকা যুক্তরাষ্ট্র চিরকাল শরণার্থীদের জায়গা দিয়েছে৷ অভিবাসীদের নিয়েই গড়ে উঠেছে এই দেশ৷ এই বলেও মন্তব্য করেন তিনি৷ ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ৷ শরণার্থীদের প্রতি সহানুভূতি ও আমেরিকায় তাঁদের প্রবেশের পক্ষে মত জাহির করেন তিনি৷

(আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প)

শুক্রবার একটি আদেশ জারি করে আমেরিকায় শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প৷ একই সঙ্গে সাতটি মুসলিম রাষ্ট্র থেকে আশা জনতার উপর কড়া বিধিনিষেধ জারি করে হোয়াইট হাউস৷ এই আদেশের মাধ্যমে বিশেষ করে সিরিয়া থেকে আশা শরণার্থীদের উপর অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়৷ পাশাপাশি ৯০ দিনের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement