প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরাকে খতম ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের প্রধান আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা। ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই খবর নিশ্চিত করেছেন৷ আবু খাদিজা নামেই পরিচিত ছিল সে।
আবদাল্লাকে ‘ইরাক ও বিশ্বের অন্যতম ভয়ংকর জঙ্গি’ বলে বর্ণনা করে তিনি জানিয়েছেন, আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের গোয়েন্দা সংস্থার সম্মিলিত এক অপারেশনে ওই কুখ্যাত জঙ্গিকে খতম করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘আমাদের সাহসী যোদ্ধারা ওকে একনাগাড়ে অনুসরণ করছিল।’
কে এই আবদাল্লা? সে ছিল আইএসের অন্যতম মাথা। অধিকাংশ বড়সড় হামলা ও অন্যান্য নাশকতামূলক চক্রান্ত তারই অঙ্গুলীহেলনে হত। পাশাপাশি আইএসের আর্থিক মদত সংক্রান্ত বিষয়েও তার বিরাট অবদান ছিল।
এক্স হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, ‘আইসিসের অন্য এক জঙ্গির সঙ্গে ওর দুর্বিষহ জীবন খতম হয়েছে। ইরাক সরকার ও কুর্দি আঞ্চলিক প্রশাসনের সম্মিলিত অভিযানে। শক্তির মাধ্যমে শান্তি!’ জানা গিয়েছে, দুই জঙ্গিরই পরনে ছিল ‘সুইসাইড ভেস্ট’। সঙ্গে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। পাশাপাশি তারা দুজন মৃত অবস্থায় পড়েছিল বলে অভিযানকারীদের তরফে জানানো হয়েছে। পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা হয় নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয়।
এদিকে ইরাকের বিদেশমন্ত্রী ফৌয়াদ হুসেন জানিয়েছেন, ইরাক ও সিরিয়া আইএস জঙ্গিদের বিষয়ে একই চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত ছাড়াও দেশের ভিতরেও আইএস জঙ্গিদের গতিবিধি নিয়মিত নজরে রাখা হচ্ছিল বলে জানানো হয়েছে। খুব শিগগিরি সিরিয়া, ইরাক, তুরস্ক, জর্ডন ও লেবানন একযোগে জঙ্গিদমন অভিযানে নামবে বলেও দাবি করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.