সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুদিন ধরে গাজার ভূখণ্ডে ঢুকে অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক হামাস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি। এবার ইজরায়েলি সেনার হামলায় নিহত হল হামাসের বায়ুসেনা প্রধান। এই জেহাদির তত্ত্বাবধানেই আকাশ পথে হামলা চালাত জঙ্গিরা।
ইজরায়েল ডিফেন্স ফোর্সের (IDF) তরফে জানানো হয়েছে, গাজায় শুক্রবার রাতভর অভিযান চালিয়েছে ইজরায়েলি সেনা। সেখানে সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই হয় জঙ্গিদের। ওই সংঘর্ষেই যুদ্ধবিমানের আক্রমণে হামাস জঙ্গি গোষ্ঠীর বায়ুসেনা প্রধান আসেম আবু রাকাবাকে খতম করা হয়েছে। গত ৭ অক্টোবরের হামলায় এই জেহাদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাকাবার তত্ত্বাবধানেই প্যারাগ্লাইডিং করে জঙ্গিরা ইজরায়েলে অনুপ্রবেশ করেছিল এবং ড্রোন হামলা চালিয়েছিল। তবে এই সংঘর্ষে ইজরায়েলের সেনার কেউ আহত হননি বলে জানিয়েছে আইডিএফ।
বলে রাখা ভালো, গত ১৪ অক্টোবর ইজরায়েলের (Israel) বোমায় খতম হয়েছিল রাকাবার আগে হামাসের বায়ুসেনা প্রধান পদে থাকা মুরাদ আবু মুরাদ। যার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছিলেন, “এইভাবেই সব শত্রুদের বধ করা হবে। এই তো সবে শুরু।” এই মুরাদই ইজরায়েলের বুকে হামাসের হামলা চালানোর মূল চক্রী ছিল।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের পর এবার গাজার (Gaza) মধ্য এলাকায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলের সেনা। এই অভিযানে বেশ কয়েকজন হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে অভিযান সেরে ফের ইজরায়েলে ফেরত গিয়েছে এই বিশেষ বাহিনী। হামাসকে রুখতে বানানো হচ্ছে নতুন ধরনের স্পঞ্জ বোমা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.