সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই মাত্র ১২ বছর বয়সেই উচ্চমাধ্যমিক পাস করে তাক লাগিয়ে দিয়েছিল রাজস্থানের আভাস৷ তাই বলে মাত্র ১২ বছর বয়সেই অ্যাপ ডেভলপার? অবাক হচ্ছেন?
এটাই সত্যি৷ ভারতীয় বংশোদ্ভূত কানাডার তন্ময় বক্সিই বর্তমানে বিশ্বের কনিষ্ঠতম অ্যাপ ডেভলপার৷ আইটি নগরী বেঙ্গালুরুতে আইবিএমের এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে তন্ময়৷ যা শোনার পর তন্ময়ের প্রতিভা সম্পর্কে হতবাক সংস্থার অন্যান্য কর্মীরা৷ এই মুহূর্তে টুইটারে সবথেকে ট্রেন্ডিং ট্যাগের নাম তন্ময় বক্সি৷
মাত্র পাঁচ বছর বয়সেই প্রোগ্রামার হিসাবে বেশ নামডাক করতে শুরু৷ পায় স্বীকৃতিও৷ আর মাত্র ন’বছর বয়সেই অ্যাপলের জন্য অ্যাপ বানিয়ে ফেলেছিল চতুর্থ শ্রেণির এই কীর্তিমানটি৷ কিন্ডারগার্টেনে পড়ার সময়ই অ্যাপ তৈরি করেছিল তন্ময়৷
তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান শুধুমাত্র নিজের মধ্যেই রাখতে চায় না তন্ময়৷ সকলেই যাতে তা জানতে পারে, সে উপায়ও বাতলেছে ১২ বছরের খুদে৷ কিছুদিন আগেই নিজের তথ্যপ্রযুক্তি জ্ঞানের কথা বইবন্দি করেছে তন্ময়৷ এমনকী, সেখানে সইও রয়েছে বিগ বি অমিতাভ বচ্চনের৷ যা ওই খুদের কাছে অন্যতম স্মরণীয় ঘটনা৷ ভবিষ্যতে এ রকমই আরও নজির গড়তে চায় তন্ময়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.