Advertisement
Advertisement
Hawaii

‘প্রলয়ে’র কবলে হাওয়াই দ্বীপপুঞ্জ! দাউদাউ আগুনে জ্বলছে লাহানিয়া শহর, বাড়ছে আতঙ্ক

'ঠিক যেন যুদ্ধক্ষেত্র', বলছেন প্রত্যক্ষদর্শীরা।

Hawaii hit by wildfire, 6 confirmed dead। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 10, 2023 2:32 pm
  • Updated:August 10, 2023 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন প্রলয়! ভয়াবহ দাবানলের (Wildfire) কবলে হাওয়াই দ্বীপপুঞ্জ (Hawaii)। সেখানকার বিভিন্ন অংশে যেভাবে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা, তার ধাক্কায় প্রবল বিপর্যয়ের সম্মুখীন আমজনতা। ইতিমধ্যেই মাউই দ্বীপের লাহানিয়া শহরে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত বহু। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক ঝড় হারিকেনের ধাক্কাতেই সৃষ্টি দাবানল দ্রুত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ধোঁয়া ও আগুনের ধাক্কায় অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহু মানুষকে। বিদ্যুৎ নেই বিস্তীর্ণ অঞ্চলে। ছিন্ন হয়ে গিয়েছে মোবাইল পরিষেবাও। অন্তত ২৭১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, তদন্তে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড]

পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে তা নিয়ে বলতে গিয়ে লাহানিয়ার এক বাসিন্দা ম্যাসন জারভি জানাচ্ছেন, ”এমন ভয়ংকর বিপর্যয় আগে দেখিনি। গোটা লাহানিয়া পুড়ে ঝামা হয়ে গিয়েছে। যেন একটা প্রলয়।” দাবানলের যে ভিডিও পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, একটার পর একটা বাড়ি কীভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে। আকাশ ঢেকে যাচ্ছে ধোঁয়ায়। উদ্ধারকাজে আসা এক হেলিকপ্টার চালক জানাচ্ছেন, ”এমন মনে হচ্ছে যেন ওই এলাকায় বোমা পড়েছে। ঠিক যেন যুদ্ধক্ষেত্র।”

[আরও পড়ুন: মোট ৭৩০ দিন, মহিলা কর্মী ও একক বাবাদের সন্তান লালনের ছুটি বাড়াল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement