Advertisement
Advertisement
Russia-Ukraine War

ইউক্রেনে নিহত রাশিয়ার হয়ে যুদ্ধরত ভারতীয় তরুণ, পুতিনের দেশে যান চাকরির খোঁজে

প্রধানমন্ত্রীর কাছে মৃতদেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের।

Haryana Man Dies in Russia-Ukraine War
Published by: Kishore Ghosh
  • Posted:July 29, 2024 3:39 pm
  • Updated:July 29, 2024 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ সেনা বাহিনীতে কর্মরত ভারতীয়দের অবিলম্বে ছেড়ে দেওয়া হবে, মোদির রাশিয়া সফরে প্রতিশ্রুতি দেন পুতিন। লাল ফিতের প্যাঁচ ডিঙিয়ে সেই প্রত্যাবর্তনের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হলেন আরও এক ভারতীয়। মস্কোর ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, হরিয়ানার (Haryana) বাসিন্দা নিহত যুবকের নাম রবি মৌন।

হরিয়ানার কাইথাল জেলার মাথাউল গ্রামে বাড়ি রবির। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের খোঁজে রাশিয়া গিয়েছিলেন তিনি। এক সময় বুঝতে পারেন যে তাঁকে পুতিনের বাহিনীতে নিয়োগ করা হয়েছে। যদিও কয়েক লক্ষ টাকা দিয়ে এজেন্টের মাধ্যমে বিদেশ যাওয়ায় ফেরার উপায় ছিল না। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন যুবক। রবি মৌনের পরিবার তাঁর মৃতদেহকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন৷

Advertisement

 

[আরও পড়ুন: ৩ পড়ুয়ার মৃত্যুতে ‘বুলডোজার অ্যাকশন’ দিল্লিতে, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ]

আগেই জানা গিয়েছি, রবির মতোই বহু ভারতীয় যুবক রুশ সেনা বাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করছেন। অভিযোগ উঠেছে, তাঁদের পদাতিক বাহিনীর সামনের সারিতে রাখায় মৃত্যুর সম্ভাবনাও বেশি। তেমনটাই ঘটেছে হরিয়ানার যুবকের ক্ষেত্রে।

 

[আরও পড়ুন: বিহারে ৬৫% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল, সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা নীতীশের]

 

প্রসঙ্গত, রুশ সফরে পুতিনের সঙ্গে নৈশভোজ চলাকালীনই রুশ সেনায় ভারতীয়দের ব্যবহার করার প্রসঙ্গ উত্থাপন করেন মোদি। সেই সময় জানা গিয়েছিল, এর পর পুতিন (Vladimir Putin) সিদ্ধান্ত নেন, রাশিয়ার সেনাবাহিনীতে যতজন ভারতীয় কর্মরত আছেন তাঁদের সকলকে অব্যাহতি দেওয়া হবে। যদিও কার্যক্ষেত্রে তা এখনও সম্ভব হয়নি। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement