Advertisement
Advertisement

Breaking News

Hamas

২ ইজরায়েলি পণবন্দিকে ছাড়ল হামাস, ‘মানবিক কারণ’, জানানো হল বিবৃতিতে

কয়েকদিন আগেই দু’জন মার্কিন মহিলাকেও মুক্তি দিয়েছিল তারা।

Hamas releases 2 Israeli hostages for 'humanitarian reasons'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 24, 2023 9:34 am
  • Updated:October 24, 2023 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুসপ্তাহেরও বেশি হয়ে গিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের। প্যালেস্টাইনে অন্তত ২০০ পণবন্দি রয়েছেন হামাসের অধীনে। কয়েকদিন আগেই দু’জন মার্কিন মহিলাকে মুক্তি দিয়েছিল তারা। এবার ছাড়া হল দুই বর্ষীয়ান ইজরায়েলি নাগরিককে।

হামাসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মানবিক কারণেই ছাড়া হয়েছে তাঁদের। তাছাড়া তাঁদের শারীরিক পরিস্থিতিও ভালো নয়। দুজনের বয়স যথাক্রমে ৭৯ ও ৮৫। উল্লেখ্য, এর আগে হামাসের হাতে পণবন্দি থাকা দুই মার্কিন নাগরিক জুডিথ তাই রানান ও তাঁর মেয়ে নাটাইল শোশানাকে ছাড়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংবাদে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছিলেন। মুক্তি পাওয়া দুই মহিলার সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘হেজবোল্লা লড়াইয়ে নামলে কিন্তু… ‘, কী হুঁশিয়ারি নেতানিয়াহুর মুখে?]

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের (Israel) বুকে বেনজির হামলায় চালায় প্যালেস্তিনীয় (Palestine) জঙ্গি সংগঠন হামাস। পরে গাজায় (Gaza) অভিযান শুরু করে ইজরায়েলি ফৌজ। এদিকে ইহুদি দেশটিতে আক্রমণ শানাতে প্যালেস্টাইনের এই সুন্নি জঙ্গি গোষ্ঠীর দোসর হয়েছে লেবাননের শিয়া জঙ্গি সংগঠন হেজবোল্লা। ইজরায়েলের তরফে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই লেবানন সীমান্ত থেকে হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হেজবোল্লা দল। এবার তাদের সংঘাতে না জড়ানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

[আরও পড়ুন: ইজরায়েল যুদ্ধ-সহ একাধিক বিষয়ে আলোচনা, ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব, প্রতিরক্ষা সচিব

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement