সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় তীব্র লড়াই চলছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস ও ইজরায়েলের সেনার মধ্যে। সুন্নি জেহাদিদের নিশ্চিহ্ন করে দেওয়াই এখন ইজরায়েলের লক্ষ্য। পালটা আক্রমণ চালিয়ে যাচ্ছে হামাসও। ইহুদি দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার নিয়েছে তারা। ‘আবারও ৭ অক্টোবর হবে।’ এবার এমনই হুমকি দিল হামাস।
লেবাননের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের (Hamas) রাজনৈতিক শাখার এক আধিকারিক ঘাজি হামাদ হুমকি দিয়ে জানিয়েছে, “আল-আকসা ফ্লাড শুধু একবার করা হয়েছে এমন নয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারও করা হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই যুদ্ধে আমাদের যারা শহিদ হয়েছেন তাঁদের বলিদান আমাদের কাছে গর্বের। আমাদের দেশে ইজরায়েলের কোনও জায়গা নেই। আমাদের এই দেশটির অস্তিত্ব মুছে ফেলতে হবে কারণ এরা আরব ও ইসলাম জাতির জন্য বড় চ্যালেঞ্জ। সেটা নিরাপত্তার ক্ষেত্রেই হোক বা সামরিক কিংবা রাজনৈতিক দিক থেকে। আমাদের ইজরায়েলকে শিক্ষা দিতেই হবে। সেদিন হামাসের আক্রমণ ন্যায্য ছিল। আমরা এই কাজ বারবার করব। ইজরায়েলের অস্তিত্বই সমস্ত দুঃখ, কান্না ও রক্ত ঝরার কারণ।”
৭ অক্টোবরের হামলা নিয়ে এই হামাস আধিকারিকের বক্তব্য, “ওরা নয় আমরাই সাম্রাজ্যবাদের শিকার। তাই আমরা যা করছি তার জন্য কারও উচিত নয় আমাদেরকে দোষারোপ করা। গত ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর যা যা হয়েছে তা সব কিছুই ন্যায় সঙ্গত।” ২৩ অক্টোবরের এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে কয়েকটি ব্রিটিশ সংবাদ সংস্থা। ফলে ইজরায়েল যতই হামসকে মুছে ফেলতে অগ্রসর হোক না কেন হামাসও ফের আল আকসা ফ্লাডের মতো অভিযান চালিয়ে ভয়ংকর হত্যালীলা চালাবে তা আবারও স্পষ্ট হয়ে গেল।
বলে রাখা ভালো, যতদিন যাচ্ছে আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে লড়াই। যুদ্ধ ঘোষণা করার পর থেকে একের পর এক হাড়হিম করা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেওয়ার হুমকিও শোনা গিয়েছে তাঁর গলায়। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী করার কথাও জানিয়েছেন তিনি। ক্রমে গাজা ভূখণ্ডে আরও গভীরে প্রবেশ করছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.