Advertisement
Advertisement

Breaking News

নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে হাফিজের সংগঠন

পাক প্রশাসনকে বুড়ো আঙুল দেখাল মুম্বই হামলার মূলচক্রী৷

Hafiz Saeed's JuD rebrands to skip restrictions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 8:51 am
  • Updated:February 4, 2017 8:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে জামাত-উদ-দাওয়া বা জেইউডি৷ কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের নেতৃত্বাধীন এই জঙ্গি সংগঠন এবার নাম বদলে ফেলে আজাদ কাশ্মীরের দাবিতে সোচ্চার হবে পাকিস্তানের মাটিতে, খবর পাক মিডিয়া সূত্রে৷ এই ঘটনায় আরও একবার প্রমাণিত হয়ে গেল যে স্রেফ আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দেওয়ার জন্যই মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে গৃহবন্দি করে রাখা হয়েছে৷

(ভারতকে খুশি করতেই গৃহবন্দি হাফিজ, জঙ্গিদের নিশানায় মোদি-ট্রাম্প)

নইলে রাতারাতি একটি সংগঠনের নাম বদলে ফেলে আন্দোলন বজায় রাখা যেত না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সবচেয়ে বড় কথা, পাক সরকার যে তাকে বন্দি করে রাখতে পারে, সেই সরকারি তথ্যও হাফিজের কাছে পৌঁছে গিয়েছিল৷ খবর পেতেই নিজের সংগঠনের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেয় হাফিজ৷ পাকিস্তানে এখন জেইউডি-র সমস্ত কার্যকলাপ স্তব্ধ করে রাখা হয়েছে৷ কিন্তু সরকারি নিয়মের ফাঁক গলে জেইউডি এখন নাম পাল্টে ‘তেহরিক আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’ বা টিএজেকে হয়ে গিয়েছে৷ এই সংগঠনের ছাতার নিচেই আগামী ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে ‘কাশ্মীর দিবস’ পালিত হবে, এই খবরের সত্যতা পাক প্রশাসন স্বীকার করেছে৷ লাহোর-সহ পাকিস্তানের অন্যান্য অংশেও আগামিকাল বিক্ষোভ কর্মসূচি পালিত হবে৷ পাশাপাশি রবিবারের প্রার্থনার শেষে কাশ্মীর নিয়ে একটি বড় ধরনের বৈঠকেরও ডাক দিয়েছে টিএজেকে৷

Advertisement

(পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের)

ইতিমধ্যেই পাঞ্জাব-সহ একাধিক প্রদেশ থেকে আগামিকালের বিক্ষোভ কর্মসূচির জন্য মোটা অঙ্কের চাঁদা তুলেছে টিএজেকে৷ সংগঠনের তরফে মোতায়েন রাখা হচ্ছে সবরকম আপৎকালীন ব্যবস্থা৷ পাক পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে৷ পুলিশের একটি সূত্রের বক্তব্য, “সাঁড়াশি চাপের মুখে পড়ে গিয়েছে পাকিস্তান৷ একদিকে আন্তর্জাতিক সংগঠনগুলির চাপে হাফিজকে গৃহবন্দি করে রাখতে হয়েছে, অন্যদিকে, হাফিজের জঙ্গি অনুগামীরা বিক্ষোভের নাম পাকিস্তানেই বড় ধরনের নাশকতা চালাতে পারে আশঙ্কা করছে প্রশাসন৷” হাফিজের অনুগামী আবদুল্লা উবেইদ, জাফর ইকবাল, আবদুর রহমান আবিদ ও কাশিফ নওয়াজকেও গৃহবন্দি করা হয়েছে৷

(লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement