Advertisement
Advertisement

Breaking News

ভারতের চাপে নতিস্বীকার, পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি হাফিজের সংগঠন

নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি৷

Jamaat-ud-Dawa formally In List Of Banned Organisations
Published by: Tanujit Das
  • Posted:March 6, 2019 12:18 pm
  • Updated:March 6, 2019 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের চাপে একপ্রকার বাধ্য হয়েই মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান৷ হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়া এবং শাখা সংগঠন ফালাহ-ই-ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করল ইসলামাবাদ৷ মঙ্গলবার দেশের নিষিদ্ধ সংগঠনগুলির আপডেটেড তালিকা প্রকাশ করেছে পাকিস্তানের ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি’৷ সেই তালিকায় নাম রয়েছে এই দুই সংগঠনের৷ পাক অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়েছে, অ্যান্টি টেররিজম অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷

[ব্যর্থ নাশকতার ছক, লন্ডনের তিন জায়গায় উদ্ধার বোমা ]

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে পাক মদতপুষ্ট জইশ জঙ্গির হামলার পর, আন্তর্জাতিক মহলের প্রবল চাপে পড়ে ইসলামাবাদ৷ মুখে মোকাবিলার কথা বললেও, ইমরান খানের সরকার যে সন্ত্রাসাবাদীদের পুষছে একথা আরও একবার স্পষ্ট হয়ে যায়৷ ভারত-সহ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশ পাকিস্তানের উপর চাপ তৈরি করে৷ এমনকী, ইসলামাবাদের পাশ থেকে সরে যায় তাদের সব ঋতুর বন্ধু চিনও৷ এরপর তড়িঘড়ি ২১ ফেব্রুয়ারি হাফিজের এই দুই সংগঠনকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে পাক প্রশাসন৷ কিন্তু তারপরেও নানা টালবাহানায় করতে থাকে তারা৷ নিষিদ্ধ করার পরিবর্তে এই দুই সংগঠনের উপর নজরদারি চালাতে থাকে পাক প্রশাসন৷ যা সোমবার সম্প্রচারিত হয় ভারতীয় সংবাদমাধ্যমে৷ আর সেই সম্প্রচারের পর আরও ফ্যাসাদে পরে ইমরান সরকার৷ ফলে মঙ্গলবার তড়িঘড়ি এই দুই সংগঠনকে কালো তালিকায় ভুক্ত করে পাকিস্তান৷ ইতিমধ্যে এই দুই সংগঠনের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

[ভারতকে দেওয়া অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করছেন ট্রাম্প]

সূত্রের খবর, পাকিস্তানজুড়ে ৩০০টি মাদ্রাসা চালায় হাজিফের সংগঠন জামাত-উদ-দাওয়া৷ এছাড়া একাধিক হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে থাকে এরা৷ সমাজসেবার নামে পাক ভূমিতে কাজ করে হাফিজের পঞ্চাশ হাজারেরও বেশি অনুগামী৷ ২০১২-তেই হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে আমেরিকা৷ তার মাথার দাম ধার্য হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার৷ উল্লেখ্য, ভারতে চাপের মুখে মঙ্গলবারই জইশ প্রধান মাসুদ আজহারের একাধিক আত্মীয়-সহ ৪৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করে পাক প্রশাসন৷ গ্রেপ্তার কার হয় মাসুদের ভাই তথা পুলওয়ামা হামলার মূলচক্রী মুফতি আবদুর রউফ এবং জঙ্গি নেতার ছেলে হামাদ আজহারকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement