Advertisement
Advertisement

জামাতের দায়িত্বে এবার গৃহবন্দি হাফিজ সইদের শ্যালক

হাফিজ আবদুল রহমান মাক্কি মাথার দাম কুড়ি লক্ষ ডলার।

Hafiz Saeed's brother-in-law Makki takes charge of JuD
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2017 10:02 am
  • Updated:March 13, 2017 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সরকারের আদেশে গৃহবন্দি। সেই সঙ্গে নিষেধাজ্ঞা রয়েছে দেশের বাইরে যাওয়ারও। এর মধ্যেই অবশ্য জামাত-উদ-দাওয়ার প্রধানের পদ থেকে সরে যেতে হল মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে। তার জায়গায় এলেন শ্যালক হাফিজ আবদুল রহমান মাক্কি।

কর্মক্ষেত্রে হয়রানির শিকার, আত্মঘাতী সাব ইন্সপেক্টর

জামাতের এক সদস্য রবিবার সাক্ষাৎকারে জানান, ‘হাফিজ সইদ গৃহবন্দি। তাই জামাত-উদ-দাওয়ার প্রধান হিসেবে নিযুক্ত হলেন হাফিজেরই শ্যালক হাফিজ আবদুল রহমান মাক্কি।’ তবে হাফিজের মতোই বর্তমান জামাত প্রধানের মাথার দাম কুড়ি লক্ষ ডলার। দলে হাফিজের পরেই স্থান ছিল মাক্কির। জেলের ভিতর থেকেই কি হাফিজ সইদ দল চালাচ্ছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জামাত সদস্য বলেন, ‘প্রধান নেতা গৃহবন্দি হওয়ার পরেই পুরো দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেন তিনি। দলের সমস্ত শাখাই চলবে মাক্কি সাহেবের কথায়।’

Advertisement

সংগীতশিল্পী কালিকাপ্রসাদের মৃত্যুর জেরে গ্রেপ্তার গাড়ির চালক

২০০৮ সালে মুম্বই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। তারপর থেকেই হাফিজ সইদের বিরুদ্ধে পাকিস্তান যাতে ব্যবস্থা নেয়, তার জন্য তদ্বির করে যাচ্ছিল ভারত। এরপরেই গত ২৭ জানুয়ারি ওই হামলার মূল চক্রী হাফিজ সইদ-সহ আরও চারজনকে ৯০ দিনের জন্য গৃহবন্দি করে পাক সরকার। পাশাপাশি চৌধুরি নিসার খান জামাত-উদ-দাওয়া এবং ফাল্লাহ-এ-ইনসানিয়ত গোষ্ঠীর ওপর নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পাক সরকারের এই নির্দেশ মানতে চায়নি জামাত। তাদের তরফ থেকে বলা হয়েছিল, ‘জামাত পাকিস্তানে কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। এমনকী হাফিজ সইদের বিরুদ্ধে কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কোনও প্রমাণও নেই সরকারের কাছে।’ হাফিজ সইদের গৃহবন্দি হওয়ার পর থেকেই কার্যত উত্তপ্ত হতে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরীন পরিস্থিতি। তাকে গৃহবন্দি করার পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত রয়েছে বলেও অভিযোগ করে চরমপন্থী পাক সংগঠনগুলি৷

দেশবাসীকে হোলির শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement