Advertisement
Advertisement

নওয়াজ শরিফকে আক্রমণ হাফিজের

পাক সরকারের সমালোচনায় হাফিজ৷

Hafiz Saeed slams Pakistan government for 'cool' response over Kashmir issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 5:25 pm
  • Updated:November 5, 2016 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর সরকারের তীব্র সমালোচনা করল মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী ও জামাত-উদ-দাওয়ার (জেইউডি) মুখ্য ব্যক্তিত্ব হাফিজ সইদ৷ কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক না হওয়ায় শরিফকে তুলোধোনা করল হাফিজের মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা পাওয়া ব্যক্তিত্ব৷

শুক্রবার জেইউডির সদর দফতর মসজিদ-ই-কাদসিয়ার বক্তৃতায় হাফিজের বক্তব্য, “কাশ্মীরে ভারত সরকারের নৃশংসতার বিরুদ্ধে পাক সরকারের ঠান্ডা প্রতিক্রিয়ায় নিপীড়িত মানুষরা হতাশায় ভুগছেন৷” হাফিজের হুমকি, “একটি বা দু’টি ফাঁকা বুলি নয়, পাক প্রধানমন্ত্রীর উচিত কাশ্মীরিদের ‘১০০ শতাংশ পূর্ণ সমর্থন’ করা৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement