Advertisement
Advertisement

সন্ত্রাসবাদে মদত, পাক আদালতে দোষী সাব্যস্ত হাফিজ সইদ

আন্তর্জাতিক চাপের কাছে মাথানত করল ইমরান প্রশাসন৷

Hafiz Saeed held guilty by Pakistan court
Published by: Tanujit Das
  • Posted:August 7, 2019 2:15 pm
  • Updated:August 7, 2019 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্যে দেওয়ার অপরাধে মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করল পাক আদালত৷ বুধবার এই জঙ্গি নেতাকে অপরাধী হিসাবে গণ্য করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের একটি আদালত৷ সূত্রের খবর, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে থাকা অন্যন্য মামলাগুলিকে পাকিস্তানের গুজরাটের আদালতে স্থানান্তরিত করা হয়েছে৷

[ আরও পড়ুন: এবার ইসলামাবাদের রাস্তাতেও পড়ল ‘অখণ্ড ভারতে’র পোস্টার]

Advertisement

মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্করের এই শীর্ষ নেতা। মুম্বই হামলার পরেই তাকে কালো তালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘ। সেই থেকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ। কিন্তু ২০১৭ সালে আইনজীবী মারফত এই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার আবেদন করে হাফিজ। জঙ্গি নেতার এই আবেদনের বিরুদ্ধে জোরাল সওয়াল করে ভারত। হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও ভারত জমা দেয় রাষ্ট্রসংঘে। ভারতের পাশাপাশি, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো বড় বড় দেশগুলি হাফিজের এই আবেদনের বিরোধিতা করে। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান হাফিজের এই আবেদনের বিরোধিতা করেনি। কিন্তু, ভারতের দেওয়া অকাট্য প্রমাণ এবং আন্তর্জাতিক মহলের চাপে হাফিজকে কালো তালিকায় রাখতে সম্মত হয়  রাষ্ট্রসংঘ।

[ আরও পড়ুন: দু’সপ্তাহে চতুর্থবার, ফের উত্তাপ ছড়িয়ে উড়ল কিমের জোড়া মিসাইল  ]

গত ১৭ জুলাই পাক অধিকৃত পাঞ্জাবের গুজকানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ৷ তারপর জেল হেফাজতে পাঠানো হয় তাকে৷ তবে প্রথম দিকে হাফিজ সইদের পাশে থাকার চেষ্টা করেছিল পাকিস্তান৷ আন্তর্জাতিক মহলের দাবি, প্রথমে গ্রেপ্তারি ও তারপর দোষী সাব্যস্ত করে  কূটনৈতিক চাপের কাছে মাথানত করল পাক সেনা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement