সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নয় মাস ধরে টানা সাইবার হানা চালিয়েছে হ্যাকাররা। তারপরও কোনও ক্ষতি হয়নি মার্কিন পরমণু অস্ত্র ভাণ্ডারের। পুরোপুরি নিরাপদ আছে দেশের আণবিক অস্ত্রের সম্ভার বলে আশ্বস্ত করল সে দেশের এনার্জি ডিপার্টমেন্ট।
এই এনার্জি ডিপার্টমেন্টের অধীনেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দামি পরমাণু অস্ত্রগুলি। এফবিআই সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমে খবর, প্রবল চেষ্টা চালালেও পরমাণু অস্ত্র ভাণ্ডারের তথ্য হ্যাকাররা চুরি করতে পারেনি বা হাতিয়ে নিতে পারেনি। এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মানবজাতির স্বার্থে মার্কিন পরমাণু অস্ত্র সম্ভারের সর্বোচ্চ সুরক্ষার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন।
আমেরিকার সাইবার নিরাপত্তার দেখভালের দায়িত্বে রয়েছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি। তাদের দাবি, রীতিমতো পরিকল্পনা করে দীর্ঘ দিন ধরে ধীরে ধীরে এগোচ্ছিল হ্যাকাররা। মার্চ মাস থেকে এই হ্যাকিংয়ের চেষ্টা চলছিল। কিন্তু তা জানা গিয়েছে ৯ মাস পর। অন্য কোনও দপ্তরের আর কী কী তথ্য চুরি গিয়েছে বা আদৌ কিছু গোপন তথ্য চুরি গিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হ্যাকিংয়ের কোনও খারাপ প্রভাব এখনও জানা যায়নি। মার্কিন গোয়েন্দারা মনে করছেন, ফের সাইবার হানা চালাবে হ্যাকাররা। তথ্য চুরি বা তথ্য পাচার না করতে পারলেও ম্যালওয়্যার ঢুকিয়ে মার্কিন সাইবার নেটওয়ার্কে বা পরমাণু অস্ত্র ভাণ্ডারে ভাইরাস ইনফেকটেড করে দিতে পারে হ্যাকাররা। চিন, রাশিয়া বা কোনও জঙ্গি সংগঠন থেকেও আমেরিকার চূড়ান্ত ক্ষতি করতে এই কাজ করা হতে পারে। তবে সোলার উইন্ডস ওরিয়ন নামে যে সফটওয়্যার সরবরাহকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে হোয়াইট হাউস তারাই এই হ্যাকিংয়ের অপচেষ্টা করেছিল কি না তাও জানার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.