Advertisement
Advertisement

Breaking News

Murder

বাগদত্তার সামনেই গুলি করে খুন যুবককে! আত্মঘাতী খুনিও! ভাইরাল হাড়হিম ভিডিও

খুনের পিছনে কি রয়েছে ত্রিকোণ প্রেম?

Gunman shot a man in front of his fiancée and then killed himself in Poland। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:July 19, 2023 12:39 pm
  • Updated:July 19, 2023 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেস্তোরাঁর সামনে পড়ে রয়েছে একটি নিথর গুলিবিদ্ধ দেহ। যে গুলি চালিয়েছে সে কিন্তু পালায়নি ঘটনাস্থল থেকে। বরং সামনে থেকে দেখছে দেহটির চারপাশে আতঙ্কে দৌড়তে থাকা তরুণীকে। এরপরই ঘাতক নিজের রগের উপরেও চেপে ধরল বন্দুক। আর মুহূর্তের মধ্যেই তার অচেতন শরীর ছিটকে পড়ল রাস্তায়। এমনই হাড়হিম ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে। জানা গিয়েছে, ভিডিওটি পোল্যান্ডের (Poland)। ঘটনায় ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পোল্যান্ডের পোজনানের সেন্ট মার্টিন স্ট্রিটে অবস্থিত ডাউনটাউন রেস্তরাঁর সামনে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনার ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। সংবাদমাধ্যমের দাবি, ভিডিওয় যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি খুন হওয়া যুবকের বাগদত্তা। কিন্তু কেন এমন খুন? এর পিছনে কি রয়েছে ত্রিকোণ প্রেম? তা এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া মুখ ফেরাতেই আসরে ভারত, কমনওয়েলথ গেমসের জন্য তৈরি হচ্ছে আহমেদাবাদ!]

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। নিহতদের একজনের বয়স ৩০। অন্যজনের বয়স ৩১। তবে তরুণীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টি। এই হত্যাকাণ্ডের পিছনে আর কারও হাত ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে সেটাও।

[আরও পড়ুন: দশ বছর পর টাকা ফেরত পাবেন সাহারার লগ্নিকারীরা! চালু নয়া ‘রিফান্ড পোর্টাল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement