Advertisement
Advertisement

সুইজারল্যান্ডের ক্যাফেতে বন্দুকবাজের হানায় মৃত ২

স্থানীয় সংবাদপত্রের দাবি, আগে ড্রাগ পাচারকারীদের সঙ্গে এই কফিশপ কর্তৃপক্ষের একটা সংযোগ ছিল৷

Gunman open fires in Switzerland cafe, 2 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 10:02 am
  • Updated:March 10, 2017 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুক হামলা ইউরোপে৷ এবার সুইজারল্যান্ডের বাসেলের একটি ক্যাফেতে বন্দুক হামলায় প্রাণ হারালেন দুই ব্যক্তি৷ গুরুতর জখম আরও এক৷ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ৷

প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সওয়া আটটা নাগাদ ক্যাফে ৫৬-তে উপস্থিত হয় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি৷ আচমকাই তারা গুলি চালাতে শুরু করে৷ কফিশপে বসে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়৷ গুলি চালাতে চালাতে রেল স্টেশনের দিকে পালিয়ে যায় তারা৷ বাসেলের প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে৷ ফরেনসিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে৷

২ শতাংশ করের সিদ্ধান্ত প্রত্যাহার করল পেটিএম

স্থানীয় সংবাদপত্র বাসেল জেইটুং জানিয়েছে, প্রথমে ড্রাগ পাচারকারীদের সঙ্গে এই কফিশপের একটা সংযোগ ছিল৷ কিন্তু বেশ কয়েক বছর আগে ক্যাফের মালিকানা বদল হয়ে গিয়েছে৷ তারপর থেকে আর কোনও নিষিদ্ধ কাজ হয় না এই কফিশপে৷ পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে সুইজারল্যান্ডের অস্ত্র আইন অনুযায়ী, সামরিক বাহিনীতে যাঁরা কাজ করেছেন সেই সমস্ত নাগরিকরা বাড়িতে অস্ত্র রাখতে পারেন৷ তেমন কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷

‘ভারত-পাক সংঘাতে হতে পারে পরমাণু যুদ্ধ’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement