Advertisement
Advertisement

ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের হামলায় মৃত ৫

জঙ্গিযোগের আশঙ্কা করছে পুলিশ৷

Gunman kills 5 in California, USA
Published by: Monishankar Choudhury
  • Posted:September 13, 2018 9:52 am
  • Updated:September 13, 2018 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত আমেরিকা৷ এবার বন্দুকবাজের শিকার পাঁচজন নিরীহ মানুষ৷ বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়া রাজ্যের বেকার্সফিল্ড এলাকায় হামলা চালায় এক বন্দুকধারী৷ ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন৷

সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ সূত্রে খবর, এদিন সকালে বেকার্সফিল্ডের একটি জনবহুল এলাকায় হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী৷ অত্যাধুনিক রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে হামলাকারী৷ গুলিবিদ্ধ হন অনেকেই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের৷ আহত বহু৷ এই ঘটনায় এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ শেরিফ ডনি ইয়ংব্লড জানান, ভোর ৫.৩০ নাগাদ ঘটনাটি ঘটে৷ নিজের স্ত্রীকেও এদিন হত্যা করেছে বন্দুকবাজ৷ শেষমেশ পালানোর পথ না পেয়ে আত্মহত্যা করে সে৷ ইতিমধ্যে এলাকাটিতে পৌঁছে গিয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে৷ বন্দুকবাজের জঙ্গিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মানসিক অবসাদ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে হামলাকারী৷

[বাণিজ্য করতে চায় ভারত! দাবি তুলে সাড়া ফেললেন ট্রাম্প]

উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকায় ক্রমেই বাড়ছে ‘লোন উলফ’ হামলা৷ এই ধরনের হামলায় সাধারণত হামলাকারীর সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকে না জঙ্গি সংগঠনের৷ ইন্টারনেটের মাধ্যমে এই হামলাকারীদের মগজধোলাই করা হয়৷ তারপর জেহাদের নাম এদের নিরীহ মানুষকে হত্যা করতে বলা হয়৷ তবে বিশেষজ্ঞদের মতে মানসিক অবসাদও অনেককে হিংস্র করে তোলে৷ বিশেষ করে আমেরিকায় এমন হামলা বেড়ে যাওয়ায়, বন্দুক বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠছে| মার্কিন সংবিধানের মতে দেশের নাগরিকরা আত্মরক্ষার জন্য বন্দুক ব্যবহার করতে পারে| ফলে ওই দেশে অস্ত্রআইন অনেকটাই শিথিল| এবং কয়েকটি ডলার ফেললেই সহজে হাতে চলে আসে অত্যাধুনিক রাইফেলও৷

                       [নির্বাচনে কলকাঠি নাড়তে পারে বিদেশি শত্রুরা, আশঙ্কায় কঠোর ব্যবস্থা ট্রাম্পের]                                       

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement