Advertisement
Advertisement

Breaking News

Greta Thunberg

অন্য রূপে গ্রেটা থুনবার্গ, পরিবেশ সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে নাচ সুইডিশ কিশোরীর!

গ্রেটার সেই নাচের ভিডিও নিমেষে ভাইরাল।

Greta Thunberg dances to Rick Astley’s famouse song Never Gonna Give You Up, Video goes viral | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 19, 2021 5:35 pm
  • Updated:October 19, 2021 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল কামাই করে পোস্টার হাতে বিক্ষোভ দেখানো কিংবা পরিবেশ (Environment) সম্মেলনে ভারচুয়াল বক্তৃতায় নরম গলায় বড়দের খানিকটা বকুনি – এভাবেই সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে (Greta Thunberg) চেনে গোটা বিশ্ব। কিন্তু তাকেও এবার অন্য রূপে দেখা গেল। পরিবেশ সম্মেলনের মঞ্চে উঠে ভাষণ দেওয়ার পাশাপাশি গান শুনে নেচে উঠল সে! তাও আবার গায়কের সঙ্গেই পা মেলাল গানের ছন্দে। গ্রেটার সেই নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় পাতায় পাতায় ঘুরছে তা। সকলে সুইডিশ পরিবেশকর্মীকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

Advertisement

সুইজারল্যান্ডেই (Switzerland) চলছিল একটি পরিবেশ সম্মেলন। আলোচ্য বিষয় ছিল – বিশ্ব উষ্ণায়ন। করোনা কালে ২০২০-র গোটা বছরটাই আন্তর্জাতিক স্তরে একাধিক আলোচনা সভা, সম্মেলন হয়েছে ভারচুয়ালি। তবে ইউরোপের পরিস্থিতি এখন খানিকটা ভাল হওয়ায় আপাতত মঞ্চ বেঁধেই চলছে আলোচনা সভা। তেমনই একটি সভায় বক্তা ছিলেন বছর সতেরোর কিশোরী পরিবেশ কর্মী (Environment activist) গ্রেটা থুনবার্গ। সেখানে বক্তব্য রাখার পর ছোট মেয়েটিকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে কিছুটা উন্মাদনা দেখা দেয়। বিখ্যাত ব্রিটিশ গায়ক রিক অ্যাসলের ‘নেভার গনা গিভ ইউ আপ’ (Never Gonna Give You Up) গান বেজে ওঠে কোথাও। 

[আরও পড়ুন: মেয়ের বিয়েতে আপত্তি, পরিবারের ৭ সদস্যকে পুড়িয়ে মারল পাকিস্তানের প্রৌঢ়!]

সেই গানেই ছিল জাদু। বিখ্যাত গানটি বাজতেই গ্রেটা মঞ্চে দাঁড়িয়েই নেচে ওঠেন। সকলকে নাচার আহ্বানও করে। তাকে এভাবে দেখে মঞ্চে ছুটে আসেন একজন। তাঁর সঙ্গেই গানের তালে কোমর দোলায় কিশোরী পরিবেশকর্মী। এমনকী গানের এক কলি গেয়েও ওঠে সে – “You know the rules, and so do I”। সম্মেলনে হাজির কয়েকশো মানুষের তখন বাঁধভাঙা উচ্ছ্বাস। সবাই গ্রেটার সঙ্গে মেতে উঠেছেন নাচে। সে এক অন্য পরিবেশ। উষ্ণায়ন নিয়ে গরমাগরম বক্তৃতা সত্যিই হয়ে উঠল উষ্ণ।

[আরও পড়ুন: আফগান বিপর্যয়ের জের, ইস্তফা দিলেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ]

সে যাই হোক, গ্রেটা থুনবার্গের এই নাচ নিমেষেই ভাইরাল (Viral)। সকলের টাইমলাইনে ঘুরছে সেই নাচ। সবাই বলছেন, গ্রেটার মতো গম্ভীর কিশোরীও যে এভাবে নেচে উঠতে পারে, কে-ই বা জানত!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Climate Live (@climatelive2021)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement