Advertisement
Advertisement

Breaking News

লাগে না হেলমেট, ভাইরাল গ্রাহাম-ছবি

ভিক্টোরিয়ার ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট কমিশন অদ্ভুত এক পরিবর্তিত মানবদেহের মডেল তৈরি করেছে৷

Graham: the new face of Australia's road safety
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 11:14 am
  • Updated:July 26, 2016 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথনিরাপত্তায় নয়া চমক অস্ট্রেলিয়ার৷
মানুষ যাতে সুরক্ষিত থাকেন, সেজন্য একগুচ্ছ পরামর্শ দিচ্ছে সরকার৷ এখন তো আবার হেলমেট না থাকলে জ্বালানিও দেওয়া হচ্ছে না পেট্রোল পাম্পগুলোয়৷ তাতে কী! কাজের কাজ যে কিচ্ছুটি হচ্ছে না৷
আপনি যদি রাস্তায় বের হন, দেখবেন হেলমেট ছাড়াই সন্তান-সহ অনেক পরিবারই মোটরবাইকে চেপে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে৷ পথ নিরাপত্তার নিয়ম-কানুনকে একেবারেই পাত্তা দিচ্ছেন না অনেক চালকই৷ আর এর মধ্যেই পথনিরাপত্তা নিয়ে নয়া প্রচারের সূচনা করল অস্ট্রেলিয়া৷

stream_img
ভিক্টোরিয়ার ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট কমিশন অদ্ভুত এক পরিবর্তিত মানবদেহের মডেল তৈরি করেছে৷ ওই মডেল দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পরও বেঁচে যেতে সক্ষম৷ ওই মডেলের নাম দেওয়া হয়েছে গ্রাহাম৷ ইন্টারনেটে রীতিমতো ‘ভাইরাল’ হয়ে গিয়েছে গ্রাহামের ছবি৷ মানুষে অবয়বে তৈরি গ্রাহামের মাথা বিশাল৷ অনেকটাই হেলমেটের মতো৷ মুখটা চ্যাপ্টা, আর তাতে নাক ও কান একেবারে কোটরগত৷ কোনও ঘাড় নেই৷ প্রতিটি পাঁজরের পাশে রয়েছে একটি করে বায়ুথলি৷ শিল্পী প্যাট্রিশিয়া পিকিনিনি, শীর্ষ ট্রমা সার্জেন ক্রিশ্চিয়ান কেনফিল্ড ও পথ নিরাপত্তা সংক্রান্ত ইঞ্জিনিয়ার ডেভিড লোগানই তৈরি করেছেন ওই মডেলটি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement