ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম (Google Chrome)! সূত্রের খবর, ক্রোমের ‘তুমুল জনপ্রিয়তা’র বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে আমেরিকার বিচার দপ্তর। তাদের দাবি, ইন্টারনেট সার্চ মার্কেট এবং তার সঙ্গে জড়িত বিজ্ঞাপন- দুই ক্ষেত্রেই কার্যত একচেটিয়া ব্যবসা করছে ক্রোম। তাই ক্রোম নিয়ন্ত্রক অ্যালবাফেটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে আমেরিকার বিচার বিভাগ।
গত মাসেই গুগলের বিরুদ্ধে আদালতে নথিপত্র জমা দিয়েছে আমেরিকার বিচার বিভাগ। সেখানে বলা হয়েছে, গুগলের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। নিজেদের নির্দিষ্ট কয়েকটি পণ্য ব্যবহার করা থেকে গুগলকে বিরত করার পরিকল্পনা রয়েছে মার্কিন বিচার বিভাগের। এবার সেই নথিপত্র বিচারকের সামনে পেশ করা হবে বলে বুধবার জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ। সেই সঙ্গে আদালতে আবেদন জানানো হবে, ক্রোম বিক্রি করার নির্দেশ দেওয়া হোক গুগলকে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীনই গুগলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছিল আমেরিকার বিচার বিভাগ।
পরিসংখ্যান বলছে, গ্লোবাল সার্চ ইঞ্জিনের বাজারে ৯০ শতাংশ শেয়ার রয়েছে ক্রোমের দখলে। মার্কিন বাজারের ৬১ শতাংশই ক্রোম নিয়ন্ত্রণ করে। অক্টোবর মাস পর্যন্ত পাওয়া এই সমীক্ষার ভিত্তিতেই ক্রোমের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের অভিযোগ এনেছে আমেরিকার বিচারবিভাগ। তবে গত আগস্ট মাসেই মার্কিন আদালতের বিচারক অমিত মেহতা জানিয়েছিলেন, অনলাইন সার্চের ক্ষেত্রে ‘মনোপলি’ রয়েছে গুগল ক্রোমের। এই কারণেই গুগল এবং তাদের নিয়ন্ত্রক সংস্থা অ্যালবাফেটের বিরুদ্ধে শাস্তির কথাও ভাবনাচিন্তা করছিল আদালত।
যদিও প্রথম থেকেই গোটা বিষয়টির তীব্র বিরোধিতা করেছে গুগল। সংস্থার তরফে বলা হয়েছে, তারা মোটেই একচেটিয়া আধিপত্য বজায় রাখে না। এখন আদালত যদি ক্রোম বিক্রি করে দেওয়ার নির্দেশ দেয় তাহলে গুগলের ব্যবসায় বড়সড় পরিবর্তন হবে। বেড়ে যাবে মোবাইলের দামও। এহেন পরিস্থিতিতে আদালতে পালটা আবেদন করার কথাও ভাবছে গুগল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.