Advertisement
Advertisement

Breaking News

যৌন হেনস্তার অভিযোগ, বরখাস্ত গুগলের ৪৮ জন আধিকারিক

গুগল সংস্থা মহিলাদের জন্য নিরাপদ, দাবি সুন্দর পিচাইয়ের৷

Google fires 48 employees for sexual harassment
Published by: Sayani Sen
  • Posted:October 26, 2018 1:48 pm
  • Updated:October 26, 2018 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার অভিযোগে সরগরম গোটা দেশ৷ একের পর এক তাবড় তাবড় সেলিব্রিটি এই অভিযোগের তিরে বিদ্ধ হয়েছেন৷ বাদ যায়নি রাজনীতির আঙিনাও৷ একাধিক মহিলার তোলা যৌন হেনস্তার অভিযোগের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর৷ এবার সেই ঢেউ আছড়ে পড়ল সার্চ ইঞ্জিন গুগলের অফিসের অন্দরেও৷ কর্মস্থলে যৌন হেনস্তা করার অভিযোগ ৪৮ জন কর্মীকে বরখাস্ত করল এই সংস্থা৷

[সিবিআই প্রধানের বিরুদ্ধে তদন্ত করবে সিভিসি, নির্দেশ শীর্ষ আদালতের]

কয়েক লক্ষ মহিলা ও পুরুষ কর্মী গুগলে কর্মরত৷ ওই সংস্থার ৪৮ জন কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তা করার অভিযোগ তুলেছেন মহিলা কর্মীরা৷ তাঁদের অভিযোগ, ওই পুরুষ সহকর্মীরা কাজের অছিলায় নানাভাবে যৌন হেনস্তা করেছে৷ গত দু’বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তাঁরা৷ অভিযুক্তদের মধ্যে শীর্ষকর্তারাও ছিলেন বলেই অভিযোগ ওই মহিলা কর্মীদের৷ সার্চ ইঞ্জিন সংস্থাটি তাঁদের শীর্ষস্তরের আধিকারিকদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি প্রকাশ করেন গুগল সিইও সুন্দর পিচাই৷ তিনি জানান, ইতিমধ্যেই ৪৮জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে৷ তাদের মধ্যে ১৩ জন শীর্ষস্তরের আধিকারিক৷ প্রত্যেককেই ই-মেল করে বরখাস্তের কথা জানানো হয়েছে৷ সাধারণ নিয়মানুযায়ী, যেকোনও কর্মীকে ছাঁটাই করার আগেই বিশেষ প্যাকেজ দেওয়া হয়৷ কিন্তু এক্ষেত্রে ওই ৪৮ জনকে যৌন হেনস্তার দায়ে ছাঁটাই করা হয়েছে বলে তারা কোনও প্যাকেজই পাননি৷ ওই ৪৮ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদৌ সঠিক কিনা, তাও খতিয়ে দেখা হবে বলেই জানান সুন্দর পিচাই৷

Advertisement

[দিওয়ালির ‘বাম্পার’ উপহার, ৬০০ কর্মীকে গাড়ি দিলেন ‘বস’]

মহিলা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন গুগল সিইও৷ প্রত্যেককে পাঠানো হয়েছে একটি করে ই-মেল৷ গুগল মহিলা কর্মীদের জন্য একেবারেই নিরাপদ বলেই ওই ই-মেলের মাধ্যমে মহিলা কর্মীদের জানিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement