সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদে ঝাঁপিয়ে পড়েছিল ‘বন্ধু’ দেশ ভারত (India)। সপ্তাহ দুই আগে যখন মাঝরাতে ভয়ংকর কম্পনে তছনছ হয়ে গিয়েছিল তুরস্ক (Turkey), কালবিলম্ব না করে ভারত পাঠিয়েছিল উদ্ধারকারী দল (Rescue Team), সেনাবাহিনী। ‘অপারেশন দোস্ত’ মিশনে তারাই এতদিন ধরে উদ্ধারকাজ করেছে। তাদের তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে প্রাণ বেঁচেছে অনেকের। এবার বিপর্যয় অনেকটা সামলানো গিয়েছে। ফলে ভারতের উদ্ধারকারীরা ফিরে এসেছেন। রবিবার থেকে ফেরা শুরু হয়েছিল। সোমবার বায়ুসেনার বিমানে (IAF) দিল্লি পৌঁছনোর কথা শেষ দলটির। ভারতের এই ভূমিকা কূটনৈতিক স্তরে প্রশংসিত তো হয়েছেই। তবে তার চেয়েও বড় কথা, তুরস্কের বিপদগ্রস্ত আমজনতার মুখে মুখে এখন ফিরছে ভারতেরই কথা। দু’হাত তুলে তাঁরা আশীর্বাদ করছেন। সেইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ।
#WATCH via ANI Multimedia | “God Bless India…,” Turkish locals express heartfelt gratitude to Indian Army for rescue assistance#turkeyearthquake #turkey #OperationDost https://t.co/XgmAm0Pxv8
— ANI (@ANI) February 19, 2023
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হয়েছে তুরস্কের একটি ভিডিও। তাতে শুধুই স্থানীয়দের প্রতিক্রিয়া। উদ্ধারকাজে হাত বাড়িয়ে যে কতটা উপকার করেছে ভারত, সে কথাই বারবার বলা হয়েছে। সকলেরই এক বক্তব্য, ভাল হোক ভারতের। একজন বলছেন, ”ভারত থেকে ওঁরা সঙ্গে সঙ্গে এসে আমাদের সাহায্য করেছে। ভূমিকম্পের পর আমি খুব একলা বোধ করছিলাম, কিন্তু ওঁরা আসায় আমি ভরসা পেয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ।” এভাবেই সকলে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন ওই ভিডিওতে।
বন্ধু তুরস্কের প্রতি ভারতের সক্রিয়তা দেখে তখনই সে দেশের প্রশাসনের তরফে ‘দোস্ত’ সম্বোধন করেছিল। আর মিশন শেষে সাধারণ জনতার আশীর্বাদ পেল বন্ধু ভারত। সে অর্থে ‘অপারেশন দোস্ত’ যথেষ্ট কঠিন ছিল। ১১০ সদস্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মিলে কার্যত অসাধ্য সাধন করেছে তুরস্ক ও সিরিয়ায় (Syria)। লোকবল দিয়ে সাহায্য ছাড়াও মোট ৭ কোটি টাকার ত্রাণসাহায্য পাঠিয়েছে ভারত। তাই তো অনেকেই বলছেন, ”ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ভারতের উপর, অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য।”
এমনিতে মোদির (Narendra Modi) শাসনকালে ভারতের কূটনৈতিক অবস্থান অনেকটা জোরদার হয়েছে। প্রতিবেশী ও বন্ধু দেশগুলির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যে কোনও বিপর্যয়ে ভারত পাশে থাকার বার্তায় তা স্পষ্ট। তুরস্কের বিপর্যয়ও তার ব্যতিক্রম হল না। আর সেটাই হয়ত পাওনা ভারতের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.