সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়েছে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত গোটা পৃথিবীতে ৫ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে আশার বাণী হল এই আবহেও সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫৫ লক্ষ মানুষ।
করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের দরবারে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (United State)। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫লক্ষ ৯৬হাজার ৫৩৭। মার্কিন মুলুকে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১লক্ষ ২৮হাজার ১৫২ জন। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (Brazil)। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৩১৫ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৫৭হাজার ১০৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ১৫ হাজার ৯০৫ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া (Russia)। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬,২৭,৬৪৬। COVID সংক্রমণে রাশিয়ায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮,৯৬৯ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৩হাজার ৩৫২ জন।
করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত (India)। এশিয় দেশগুলির মধ্যে ভারতেই মারণ রোগে সংক্রমিত ও মৃতের সংখ্যা সর্বাধিক। ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫লক্ষ ২৮হাজার ৮৫৯ জন। করোনার সংক্রমণে প্রাণ হারিয়েছেন মোট ১৬হাজার ৯৫জন। সুস্থ হয়ে উঠেছেন ৩,১০,১৪৬ জন। করোনা পরিসংখ্যানের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা এই ব্রিটেনেই সর্বাধিক। এখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১০,২৫০ জন। কোভিড সংক্রমণে ব্রিটেনে মৃত্যু হয়েছে মোট ৪৩,৫১৪ জনের।
গত ডিসেম্বর মাসে চিনের উহান শহরে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশে। চলতি মাসেও চিনের বেজিং-এ ফের দেখা দিয়েছে সংক্রমণ। করোনা জ্বরে তাই এখনও ত্রস্ত বিশ্ববাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.