Advertisement
Advertisement

Breaking News

সৈকতে আচমকা আবির্ভাব অতিকায় কচ্ছপের, তারপর…

এই প্রজাতির কচ্ছপের ওজন ৭০০ কেজি পর্যন্ত হয়।

Giant sea turtle on Florida beach leaves onlookers stunned
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 4, 2017 3:00 pm
  • Updated:November 9, 2019 6:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যযুগে বিশাল মন্দার পর্বতের ভার পিঠে নিয়ে সাগর মন্থনে সাহায্য করেছিলেন বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম। দেবতারা সাগরের বুক থেকে অমৃত তুলে আনতে পেরেছিল মহাকায় ওই পৌরাণিক কচ্ছপের জন্যই। এবার কলিযুগেও দেখা মিলল কুর্ম অবতারের। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে ভেসে উঠল অতিকায় এক ‘লেদার বেক’ কচ্ছপ।

Advertisement

সমুদ্র সৈকতে ভ্রমণে বেরিয়ে ওই অতিকায় কচ্ছপ দেখে হতবাক হয়ে যান লোকজন। এক পথচারীর ক্যামেরায় চিরতরে বন্দি হয়ে যায় ওই কচ্ছপ। তারপরই ইন্টারনেটে ছড়িয়ে পরে সেই ভিডিও এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

Advertisement

জানা গিয়েছে, হাচিনসন আইল্যান্ডে ডিম পাড়তে এসেছিল ওই কচ্ছপটি। ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল আকৃতির কচ্ছপটি সাগরে ফিরে যাচ্ছে। তবে বিশাল আকৃতির জন্য তাকে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই প্রজাতির কচ্ছপের ওজন ৭০০ কেজি পর্যন্ত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অত্যাধিক মৎস্য শিকার ও পরিবেশ দূষণের জন্য বিলুপ্তির পথে এই প্রজাতিটি।

[ফুটপাথে বসে জুতো সেলাই করেন, আয়করের নোটিস এল ১০ লক্ষ টাকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ