Advertisement
Advertisement
Pulwama

‘ঘরে ঢুকে ভারতকে মেরেছি’, পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর

'পুলওয়ামা হামলা আমাদের সাফল্য', সংসদে দাঁড়িয়ে দাবি মন্ত্রীর।

Bengali news:
Published by: Paramita Paul
  • Posted:October 29, 2020 6:52 pm
  • Updated:October 29, 2020 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত পুলওয়ামা হামলার (Pulwama Attack) দায় স্বীকার করল পাকিস্তান! তাও আবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়েই সে কথা জানালেন ইসলামাবাদের মন্ত্রী। বৃহস্পতিবার ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ‘সদর্পে’ ঘোষণা করলেন, “পুলওয়ামা আমাদের সাফল্য। ঘরে ঢুকে ভারতকে মেরেছি।” স্বাভাবিকভাবেই সংসদে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বে আরও কোণঠাসা পাকিস্তান।

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে বিরোধী দলের নেতার মন্তব্য নিয়ে বিপাকে ইমরান খানের সরকার। বিরোধী দলের নেতার ওই মন্তব্য নিয়েই এদিন পাক সংসদে বিতর্ক চলছিল। সেই আলোচনার মাঝেই বিতর্কিত এক মন্তব্য করে বসলেন পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Pakistan’s Federal Minister Fawad Choudhry)। কী বললেন তিনি?

Advertisement

[আরও পড়ুন : পা কাঁপছিল পাক সেনাপ্রধানের, ভারতের ভয়ে অভিনন্দনকে ছেড়ে দেয় পাকিস্তান!]

সংসদে দাঁড়িয়ে ফাওয়াদ বলেন, “আমরা ঘরে ঢুকে ভারতকে মেরেছি। পুলওয়ামা আমাদের সাফল্য। ইমরান খানের (Imran Khan) নেতৃত্বে এই সাফল্য এসেছে। আপনারাও (বিরোধী দল) এই সাফল্যের অংশীদার।” তাঁর এই মন্তব্যের পরই সংসদের অন্দরে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। তিনিও নিজের ‘ভুল’ বুঝতে পেরে তড়িঘড়ি মন্তব্য বদল করেন। বলেন, “পুলওয়ামার হামলার পর আমরা ভারতের ঘরে ঢুকে মেরে এসেছি।” নিজের ‘ভুল’ শুধরে নিলেও ততক্ষণে ফাওয়াদের মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহল বলছে, পাপ কখনও চাপা থাকে না। পাকিস্তানের কার্যকলাপ তাঁদেরই মন্ত্রী ফাঁস করে দিয়েছে। পাকিস্তানের আসল স্বরূপ আবার সকলের সামনে চলে এল।

[আরও পড়ুন : এবার পাকিস্তানের সংসদেই শোনা গেল মোদির জয়গান, অস্বস্তিতে ইমরান খান]

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তুষারাবৃত উপত্যকা রক্তে লাল হয়ে উঠেছিল। পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হন চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ান। যদিও সেই হামলার দায় কোনওদিনও স্বীকার করেনি পাকিস্তান। কিন্তু এবার তাঁদের মন্ত্রীর মন্তব্যেই তাঁদের কুকীর্তি ফাঁস হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আন্তর্জাতিক মহলে ইসলামাবাদের স্বরূপ ফাঁস করতে ভারত এই বিবৃতিকে হাতিয়ার করবে, তা বলার অপেক্ষা থাকে না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement