Advertisement
Advertisement

Breaking News

Hamas

জার্মান মহিলাকে নগ্ন দেহ ঘোরাল হামাস, ভিডিও দেখে কাঁদলেন মা

বর্বর হামাসের কাণ্ডে হতবাক বিশ্ব।

German woman’s body paraded by Hamas terrorists in Gaza। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 9, 2023 5:23 pm
  • Updated:October 30, 2023 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার ইজরায়েলে ভয়ঙ্কর হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। তার পর সাধারণ মানুষদের উপর তাদের নির্মম অত্যাচারের ছবি দেখে মর্মাহত গোটা বিশ্ব। এর মাঝেই এক জার্মান মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশ্যে এল।  

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মহিলার নগ্ন দেহ হামাস জঙ্গিরা পিকআপ ভ্যানে নিয়ে ঘোরাচ্ছে। ওই ভিডিও দেখার পর অনেকেই বলেন ওই মৃতদেহ শানি লুক নামে এক জার্মান মহিলার। পেশায় তিনি ট্যাটু শিল্পী। শানির শরীরের ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করা হয়। 

Advertisement

[আরও পড়ুন: ‘খাবার-জল-বিদ্যুৎ সব বন্ধ’, গাজা দখলের নীল নকশা প্রস্তুত ইজরায়েলের]

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নিজের মেয়েকে চিনতে পেরেছেন শানির মাও। তিনি জানান, ভিডিওয় যে দেহটিকে দেখা যাচ্ছে সেটি তাঁর ৩০ বছরের মেয়ে শানির। একটি পর্যটক দলের সঙ্গে সে ইজরায়েলে ছিল। মেয়ের সম্পর্কে আরও তথ্য দেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধও জানিয়েছেন। বোনকে শনাক্ত করেছেন শানির দিদি তমসিনাও।  

তমসিনার কথায়, “শানি সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে ছিল সেসময়। এই ঘটনা আমাদের পরিবারের কাছে একটা দুঃস্বপ্ন।” যদিও তিনি এখনও কোনও ভালো খবরের আশায় প্রহর গুনছেন। আনন্দের মুহূর্ত যে এইভাবে বিষাদে বদলে যাবে তা হয়তো নিজেও কল্পনা করেননি শানি। তবে শুধু শানি নয় তাঁর মতো গত শনিবারের পর থেকে হামাসের অত্যাচারের শিকার হচ্ছেন বহু নিরীহ মানুষ।

[আরও পড়ুন: রক্তগঙ্গা বইয়ে ইজরায়েলে কি শুরু হয়েছে তৃতীয় ইন্তিফাদা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement