Advertisement
Advertisement
Israel

‘নিহত’ জার্মান তরুণীর দেহ নগ্ন করে ঘুরিয়েছিল হামাস! ‘বেঁচে আছে মেয়ে’, কাতর দাবি মায়ের

ভিডিও বার্তায় আর্জি মহিলার।

German woman Shani Louk believed killed by Hamas is alive, claims mother। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 11, 2023 12:48 pm
  • Updated:October 11, 2023 12:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জার্মান তরুণীর উপরে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের নির্মম অত্যাচারের দৃশ্য দেখে শিউরে উঠেছিল গোটা বিশ্ব। তাঁকে হত্যা করে তাঁর নগ্ন মৃতদেহ ঘোরানোর ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু এবার সেই তরুণীর মা দাবি করলেন, তাঁর মেয়ে বেঁচে রয়েছে।

২২ বছরের শানি লুক পেশায় ট্যাটু শিল্পী। সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, তাঁর নগ্ন দেহ হামাস (Hamas) জঙ্গিরা পিকআপ ভ্যানে নিয়ে ঘোরাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নিজের মেয়েকে চিনতে পারেন শানির মাও। মেয়ের সম্পর্কে আরও তথ্য জানতে চাইছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের]

এবার একটি ভিডিও বার্তায় রিচার্ডা লুক দাবি করলেন তাঁরা খবর পেয়েছেন, তাঁদের মেয়ে এখনও জীবিত। তাঁর কথায়, ”আমরা খবর পেয়েছি শানি জীবিত রয়েছে। তবে ওর মাথায় গুরুতর চোট লেগেছে। ওর পরিস্থিতি আশঙ্কাজনক। আমরা তাই বলতে চাই… বলতে নয়, দাবি জানাতে চাই, জার্মান প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করে।” সেই সঙ্গে তাঁর আর্জি, ”গোটা জার্মানির (Germany) কাছে আমার মরিয়া প্রার্থনা, আমার শানিকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন।”

ইজরায়েলের (Israel) এই পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই উদ্বিগ্ন আমেরিকা। সেদেশের বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। জঙ্গিদের হাতে পণবন্দিও রয়েছেন মার্কিন নাগরিকরা। হামাসের মোকাবিলা করতে ইজরায়েলকে আরও বেশি সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর মতে, হামাসের এই হামলা আসলে শয়তানের কাজ।

[আরও পড়ুন: ছাত্রীর ‘যৌন হেনস্তা’, কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement