Advertisement
Advertisement
Pakistan

১১ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোট, দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

নির্বাচন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাক বিরোধী শিবিরের।

General election of Pakistan will be held on 11th February | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 2, 2023 6:29 pm
  • Updated:November 2, 2023 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হবে পাকিস্তানে (Pakistan)। বৃহস্পতিবার নির্বাচনের দিন ঘোষণা করল সেদেশের নির্বাচন কমিশন। চলতি মাসেই পাক কেয়ারটেকার সরকারের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ ফুরনোর তিন মাসের মধ্যেই নির্বাচন হবে বলে জানাল কমিশন। প্রসঙ্গত, পাকিস্তানের সাধারণ নির্বাচন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিল সেদেশের বিরোধী শিবির।

নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে একাধিক মামলাও দায়ের হয়েছে পাকিস্তানের শীর্ষ আদালতে। পাক সরকার ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে কেন নির্বাচন হচ্ছে না, সেই দাবিতেই মামলা দায়ের হয়। মামলার শুনানি চলাকালীনই নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে। জানা গিয়েছে, ২৯ জানুয়ারির মধ্যেই নির্বাচনী কেন্দ্রগুলোর সীমা নির্ধারণ করা হবে। তার পর ১১ ফেব্রুয়ারি নির্বাচন। ফলপ্রকাশের দিন অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: জেলেনস্কি সেজে হ্যালোইনে ব্লিঙ্কেনের ছেলে! উৎসবে ইউক্রেন প্রীতি আমেরিকার]

সঠিক সময়ে নির্বাচন আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানের কেয়ারটেকার সরকারকে। আগস্ট মাসে মন্ত্রিসভা ভেঙে তৈরি হয় নতুন সরকার। সেই সময়ে জানা গিয়েছিল, চলতি বছরের অক্টোবর মাসেই পাকিস্তানে নির্বাচন হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। তবে নির্দিষ্ট সময়ের অনেক দেরিতেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শাহবাজ শরিফের দলের পরিকল্পনা অনুযায়ীই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ২০১৮ সালের নির্বাচনে বিপুল জয় পেয়েছিল ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। কিন্তু বর্তমানে তিনি জেলবন্দি। নির্বাচনে আদৌ তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তাছাড়াও আর্থিক সংকটে কার্যত বিপর্যস্ত পাকিস্তান। তার মধ্যে নির্বাচন হলে দেশজুড়ে হিংসা ছড়াতে পারে। নির্বাচনের দিন ঘোষণা হলে পাকিস্তানে হিংসা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

[আরও পড়ুন: ‘আবারও হবে ৭ অক্টোবর’, ইজরায়েলে ফের ‘আল-আকসা ফ্লাড’ করার হুমকি হামাসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement