সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় ইজরায়েলি বাহিনীর হামলা নিয়ে এবার সরাসরি আমেরিকাকে (America) তোপ দাগল ইরান (Iran)। সম্প্রতি সেন্ট্রাল গাজার আল শিফা হাসপাতালে যুদ্ধের নির্মম ছবি উঠে এসেছে। লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে দুই সদ্যোজাতর। আশঙ্কাজনক আরও ৪৫ শিশু। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) তোপ, ইজরায়েল-হামাস যুদ্ধের আসল অপরাধী আমেরিকা। দাবি করেন, গাজায় সামরিক অভিযানের দায়ে অবিলম্বে ইজরায়েলের উপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা জারি করতে হবে।
সম্প্রতি গাজার পরিস্থিতি নিয়ে সৌদি আরবে আয়োজিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। সেখানেই ইজরায়েলকে সামরিক সাহায্য প্রদানের জন্য আমেরিকার চরম নিন্দা করেন। দাবি করেন, ইহুদিরা অবরুদ্ধ গাজায় সাতটি পারমাণবিক বোমার সমতুল্য বোমা ফেলেছে। রাইসি বলেন, “মার্কিন সরকার এই অপরাধের প্রধান অপরাধী এবং সহযোগী। ইজরাইল আমেরিকার অবৈধ সন্তান। হাজার হাজার প্যালিস্তিনীয় শিশুদের পবিত্র জীবন নয়, বরং ওদের (ইজরায়েল) সমর্থন করেছে আমেরিকা।” আরও বলেন, “আমেরিকা ইহুদি শাসককে গাজার অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধমূলক অভিযান চালাতে উৎসা দিয়েছে, এমনকী এই নৃশংসতাকে বৈধ প্রতিরক্ষামূলক নীতি বলেও ঘোষণা করেছে।”
ইজরায়েল ও প্যালেস্টাইনের পক্ষ নেওয়া নিয়েও সম্মেলনে স্পষ্ট বার্তা দেন রাইসি। তাঁর কথায়, “গাজা স্ট্রিপে যা ঘটে চলেছে তাতে স্পষ্ট দুটি দিক- একটা আত্মসম্মানের দায়, অন্যটি অশুভ শক্তি আগ্রাসন। সকলকে স্পষ্ট করতে হবে, তিনি বা তারা কোন পক্ষ নেবেন।” এর পর আমেরিকা সরাসরি ভাষায় আক্রমণ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “গাজায় যুদ্ধের মেশিন আসলে আমেরিকার হাতে ররেছে, যারা যুদ্ধবিরতির বদলে যুদ্ধের বিস্তার ঘটাচ্ছে। গোটা বিশ্ব আমেরিকার আসল চেহারা দেখছে।” ইজারায়েলি সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হামাস গোষ্ঠীর প্রশংসাও করেন রাইসি। বলা বাহুল্য, আরব-ইসলামিক দেশগুলির এই শীর্ষ সম্মেলন এবং রাইসির বক্তব্য চিন্তায় ফেলবে রাষ্ট্রসংঘকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.