Advertisement
Advertisement
Gautam Adani

আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা, সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ২২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ

সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু'জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। 

Gautam Adani: Indian billionaire charged in US with bribery and fraud
Published by: Subhajit Mandal
  • Posted:November 21, 2024 9:11 am
  • Updated:November 21, 2024 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্টের পর এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি (Gautam Adani)। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনল আমেরিকার আদালত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত।

অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। ওই প্রকল্পের বরাত পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী। সেই প্রকল্পের জন্যই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে। এতে আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আছেন তাঁর ভাইপো সাগর আদানি-সহ ৭ জন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। 

Advertisement

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। তাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। অঙ্কটা প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ওই মিথ্যাচারের জোরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে ৩ বিলিয়ন ডলার লগ্নি পেয়েছে  আদানি গোষ্ঠী। তাছাড়া আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে।

এই অভিযোগের জেরে মার্কিন মুলুক-সহ বিশ্বের একাধিক দেশে আদানিদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। ধস নামতে পারে শেয়ার বাজারেও। সদ্যই হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কা সামলাতে হয়েছে আদানি গোষ্ঠীকে। এবার নয়া ধাক্কা এল খোদ মার্কিন প্রশাসনের তরফে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement