সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর (Durga Puja) পর গুজরাটের গরবা। রাষ্ট্রসংঘে ফের জয়জয়কার ভারতীয় সংস্কৃতির। ২০২১ সালে বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা দিয়েছিল ইউনেস্কো। এবার সেই তালিকায় নাম উঠল গরবারও। গুজরাটি সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ গরবার (Garba) এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত রাজ্যের প্রশাসন। উল্লেখ্য, ভারত থেকে এর আগে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ১৪টি সংস্কৃতিক উপাদান।
রাষ্ট্রসংঘের অন্যতম প্রধান অঙ্গ ইউনেস্কো (UNESCO)। তাদের ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় প্রতি বছরই নানা সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া হয়। সংস্থার মতে, বৈচিত্র্য তুলে ধরা ও বিশেষ বার্তা দেওয়ার ক্ষেত্রে যেসমস্ত সংস্কৃতিগুলোর গুরুত্ব রয়েছে, তাদেরকেই ইনট্যানজিবল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ২০২১ সালে এই স্বীকৃতি পেয়েছিল বাংলার দুর্গাপুজো। এই সম্মান পাওয়ার পরে ইউনেস্কোর প্রতিনিধিদের পুজো কার্নিভ্যালের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হয়।
🔴 BREAKING
New inscription on the #IntangibleHeritage List: Garba of Gujarat, #India 🇮🇳.
Congratulations!https://t.co/c2HMPpStCA #LivingHeritage pic.twitter.com/YcupgYLFjg
— UNESCO 🏛️ #Education #Sciences #Culture 🇺🇳 (@UNESCO) December 6, 2023
বুধবার ইউনেস্কোর তরফে জানানো হয়, এবার ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করা হবে গরবা নাচকেও। এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এক্স হ্যান্ডেলে নিয়ে লেখেন, “আদি মাতার উপাসনার অন্যতম মাধ্যম হল গরবা। এবার ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেই গরবা। গুজরাট ও ভারতের জন্য এটা বিশাল গর্বের মুহূর্ত। ভারতের প্রাচীন ঐতিহ্যেকে সম্মান জানাচ্ছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্র সরকারকে অনেক ধন্যবাদ।”
The Garba is a unique manifestation of worshiping the divine feminine – the primordial Goddess.
Garba’s inclusion in the @UNESCO
Intangible Cultural Heritage list is truly a proud moment for Gujarat and India. It is an honour given by the world to the ancient culture of India.… https://t.co/dBYQ0hGZWJ— Bhupendra Patel (@Bhupendrapbjp) December 6, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.