সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির মার্কিন সফরের মাঝেই অভিনব উপহারে জল্পনা বাড়ালেন জো বাইডেন (Joe Biden)। আমেরিকার (America) রাষ্ট্রপ্রধান ‘বন্ধু’ মোদিকে (Narendra Modi) দিলেন বিশেষ টি-শার্ট। যার উপর লেখা ‘ভবিষ্যৎ এবার এআই- আমেরিকা, ভারত (AI) !’
মোদির জন্য মার্কিন প্রধানের তরফে এমন উপহারেও তাৎপর্য খুঁজে পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। অনেকেই বলেছেন, বেশ কয়েকদিন আগেই ‘এআই’ (AI – Artificial Intelligence) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন বাইডেন। সেই আবহেই মোদিকে দেওয়া টি-শার্টে ‘এআই’ প্রসঙ্গে দুই দেশের নাম তুলে আনা, ভিন্ন বার্তা দেবে বলেও মত তাঁদের।
প্রসঙ্গত, মঙ্গলবার চারদিনের মার্কিন সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরেই মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বার ভাষণ দেন তিনি। ঐতিহাসিক এই সফরে ভারত-আমেরিকার মধ্যে হয়েছে একাধিক চুক্তিও। প্রধানমন্ত্রীর সফরে উঠে এসেছে চিন (China) , পাকিস্তান (Pakistan) থেকে শুরু করে বিশ্বমানচিত্রে ভারত-আমেরিকার সম্পর্কের কথাও।
এই সফরেই মোদির সঙ্গে দেখা করেছেন এলন মাস্ক (Elon Musk), সুন্দর পিচাই (Sundar Pichai)-সহ তাবড় তাবড় ব্যক্তিত্বরা। এমনকি বাইডেনের স্ত্রীর আমন্ত্রণে নৈশভোজেও গিয়েছেন মোদি। জিল বাইডেনের জন্য নিয়ে গিয়েছেন বহূমূল্য উপহারও। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর শেষে পাড়ি দিয়েছেন ইজিপ্টে (Modi in Egypt) । পিরামিডের দেশে পা পড়েছে নরেন্দ্র মোদির। সেদেশেও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.