সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাতক, ঋণখেলাপি হিরে ব্যবসায়ী মেহুল চোকসি রয়েছেন বেলজিয়ামেই। সেখানকার নাগরিক স্ত্রী প্রীতির সঙ্গে রয়েছেন তিনি। বেলজিয়ামের তরফে এই খবর নিশ্চিত করতেই প্রত্যর্পণের তোড়জোড় শুরু করছে ভারত। বেলজিয়ামের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের তরফে এনিয়ে যোগাযোগের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শোনা গিয়েছে, ভারত প্রত্যর্পণের অনুরোধ জানাতে চলেছে। ভারতের পলাতক হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে তেরো লক্ষ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে।
২০১৮ সালে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে এত বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। অ্যান্টিগা, বারবুডা, ডমিনিকায় পালিয়ে বেড়িয়েছেন। যদিও সেখানকার প্রশাসনের দাবি, চিকিৎসার জন্য সে দেশে গেলেও পরে মেহুল চোকসি দেশ ছেড়ে চলে গিয়েছেন। ২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মেহুল চোকসি। পরে অবশ্য কয়েকবছর কোনও তাঁর হদিশ ছিল না। সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল, মেহুল চোকসি বেলজিয়ামে রয়েছেন তাঁর স্ত্রীর সঙ্গে। স্ত্রী প্রীতি বেলজিয়ামেরই নাগরিক। সেই সুবাদে ইউরোপের এই দেশটিতে রয়েছেন পলাতক হিরে ব্যবসায়ী।
অবশেষে মঙ্গলবার বেলজিয়াম সরকারের তরফে স্বীকার করেছে, মেহুল চোকসি তাদের দেশেই রয়েছে। তবে নির্দিষ্টভাবে কোথায় রয়েছেন, তা খোলসা করেননি বেলজিয়ামের বিদেশ মন্ত্রক। যদিও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট কোনও তথ্য এখনই প্রকাশ করতে নারাজ তারা। এদিকে সূত্রের খবর, ভারতও পলাতক হিরে ব্যবসায়ীকে দেশে ফেরাতে বেলজিয়াম সরকারের দ্বারস্থ হয়ে প্রত্যর্পণের অনুরোধ জানাতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.