Advertisement
Advertisement

Breaking News

বন্ধুত্ব বার্তা

‘ইয়ে দোস্তি…’, গানে মোদিকে টুইটারে বন্ধুত্বের বার্তা ইজরায়েলি দূতাবাসের

পালটা ইহুদী ভাষায় টুইট করে বন্ধুত্বের বার্তা দিলেন মোদি৷

Friednship messege with popular song from Sholey from Israel to Modi
Published by: Sucheta Sengupta
  • Posted:August 4, 2019 5:10 pm
  • Updated:August 4, 2019 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’৷ বন্ধুত্ব দিবসে বিখ্যাত এই গানের কলিতেই বন্ধু নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাল ইজরায়েল৷ অবাক হচ্ছেন? কিন্তু এটাই খাঁটি সত্যি৷ আজকের দিনে ইজরায়েলি দূতাবাস থেকে পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রীকে টুইটারে শুভেচ্ছা জানাতে গিয়ে শেষে হিন্দিতে এই গানটিই লেখা৷ ইজরায়েলের এই বন্ধুত্বপূর্ণ বার্তায় আপ্লুত ভারতীয়রা৷

[আরও পড়ুন: টেক্সাসের পর ওহাইয়ো, জোড়া হামলায় মার্কিন মুলুকে বেড়েই চলেছে মৃত্যু]

বেঞ্জামিন নেতানিয়াহু আর নরেন্দ্র মোদি৷ ইজরায়েল-ভারতের বরাবরের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে এই দুই রাষ্ট্রনেতার সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ৷ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি গিয়েছিলেন ইহুদী ভূমি ইজরায়েলে৷ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম ইজরায়েল সফরের ইতিহাস গড়েছেন৷ ২০১৭ সালে রাজধানী তেল আভিভে গিয়ে দু-দেশের মধ্যে সেনা প্রশিক্ষণ এবং সাইবার হামলা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছিলেন৷ সেইসঙ্গে সুপ্রাচীন ইহুদী ভূমির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেন মোদি৷ দ্বিতীয়বার তিনি ফের ভারতের প্রধানমন্ত্রী৷ আর বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের দীর্ঘতম সময়ের রাষ্ট্রনেতা৷ দ্বিতীয় মোদি সরকারের আমলে নেতানিয়াহু আসবেন ভারত সফরে৷ প্রাথমিকভাবে আগামী সেপ্টেম্বরেই সেই সফরসূচি ঠিক করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: ব্রিটিশ অহং দুরমুশ করে মিস ইংল্যান্ড বঙ্গতনয়া, মুকুট উঠল ভাষা মুখোপাধ্যায়ের মাথায়]

তার আগের মাসে, বন্ধুত্ব দিবসে নেতানিয়াহুর তরফে সুন্দর বার্তা মন ভরিয়ে দিয়েছে নেটিজেনদের৷ টুইট শুভেচ্ছায় লেখা হয়েছে, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০১৯, ভারত৷ আমাদের সর্বক্ষণের বন্ধুত্ব এবং আরও সমৃদ্ধ হতে থাকা সম্পর্ক আরও সুদূরপ্রসারী হোক৷’ এরপরেই হিন্দিতে লেখা – ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’৷ তারপর ইজরায়েল এবং ভারতের পতাকা, মাঝে ভালবাসার চিহ্ন দেওয়া৷ ইজরায়েলি দূতাবাসের এই টুইট সত্যিই হৃদয় ছুঁয়ে গিয়েছে অনেকের৷  

২০১৭-এ মোদির প্রথমবার ইজরায়েল সফরের সময় সমুদ্র সৈকতে নেতানিয়াহু এবং তাঁর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল৷ যেখানে দেখা গিয়েছিল, দুজনে একইরকম ট্রাউজার পরে হাঁটছেন৷ বোঝাই গিয়েছিল, বন্ধুত্ব বেশ জমে উঠেছে৷ নেতানিয়াহুই প্রথম রাষ্ট্রনেতা, যিনি চলতি বছর লোকসভা নির্বাচনে মোদি নেতৃত্বাধীন এনডিএ-র বিপুল জয়ের খবর পেয়েই ফোন করেছিলেন নরেন্দ্র মোদিকে৷ সেপ্টেম্বরে, দ্বিতীয় মোদি সরকারের আমলে নেতানিয়াহু আসছেন ভারত সফরে৷ তার আগেই তাঁর তরফে এই টুইট ফের বুঝিয়ে দিল, মোদি ইজরায়েলের কাছে কতটা ভরসাযোগ্য৷ তবে চমক আরও আছে৷ ইজরায়েলের তরফে হিন্দি হরফে বন্ধুত্বের গান লেখা টুইটের জবাবে নরেন্দ্র মোদি নিজে ইহুদী ভাষায় পালটা বন্ধুত্বের বার্তা লিখেছেন৷ বন্ধুত্ব দিবসে তো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement