সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস কি কেবলই অতীত? সে যে ক্ষত বয়ে আনে তা থেকে যায় বর্তমানেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা পৃথিবী জুড়ে যে ধ্বংসলীলা চলেছিল সেই পুঁজরক্ত এখনও দগদগে। বিশেষ করে যাঁরা সরাসরি সেই আঁচে পুড়েছিলেন। ফ্রান্সের (France) নাগরিক আইমি দুপ্রের বয়স এখন ৯৯। ৮০ বছর আগে তাঁকে বাঁচাতে গিয়ে মার্কিন সৈন্যদের হাতে ধর্ষিতা হয়েছিলেন তাঁর মা। সেই মর্মান্তিক অভিজ্ঞতা আজও তাঁর চোখের কোণ ভিজিয়ে দেয়। সংবাদ সংস্থা এএফপির সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি অতীত খুঁড়ে সেই যন্ত্রণা ফের তুলে আনলেন তিনি।
১৯৪৪ সালের জুন মাস। তখনও পুরোদস্তুর চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ (2nd World War)। যুদ্ধের মোড় ঘোরানো এক ঘটনা ঘটে সেই সময়। মিত্রশক্তির ফ্রান্স পুনর্দখলের মধ্যে দিয়েই ইউরোপকে জার্মানির হাত বাঁচানোর লড়াই শুরু হয়েছিল। এই ঘটনা বিখ্যাত হয়ে রয়েছে ‘নরম্যান্ডি ল্যান্ডিং’ নামে। আর সেই সময়ই দুই মার্কিন সৈন্য ধর্ষণ করেন আইমির মাকে। ঠিক কী হয়েছিল?আজও তা মনে পড়লে নবতিপর বৃদ্ধা শিউরে ওঠে। তখন তিনি কিশোরী। এক সন্ধ্যায় তাঁদের বাড়িতে হাজির হন ওই দুই মার্কিন সৈন্য। আইমি দুপ্রে বলছেন, ”ওরা মদে ডুবে ছিল। এবং একটা নারী চাইছিল।” দুই সৈন্যের গুলিতে মারা যান আইমির বাবা। ১৯ বছরের মেয়েকে তাঁদের হাত থেকে বাঁচাতে এর পর নিজেকেই সঁপে দেন আইমি।
নিজের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা মেয়েকে চিঠি লিখে জানিয়েছিলেন আইমির মা। সেখানে লেখা রয়েছে, ‘ওরা আমাকে পাশের খেতে নিয়ে গিয়ে পালা করে ধর্ষণ করেছিল। একেক জন চার বার করে।’ সেই চিঠি পড়তে পড়তে আজও কেঁদে ফেলেন আইমি। বলে ওঠেন, ”আমাকে বাঁচাতে আমার মা নিজেরই বলিদান দিয়েছিল। যখন ওদের হাতে ধর্ষিতা হচ্ছিল মা, আমরা অপেক্ষা করছিলাম। বুঝতে পারছিলাম না মা ফিরে আসবে, নাকি ওরা যাওয়ার সময় গুলি করে ওকে খুন করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.