সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর (Emmanuel Macron) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের আগেই বড় ধাক্কা নয়াদিল্লির। ভারতীয় নৌবাহিনীর ডুবো জাহাজ (Submarine) পি-৭৫ প্রকল্প থেকে সরে দাঁড়াল ফরাসি সংস্থা নেভাল গ্রুপ। জানিয়ে দিল, ভারতের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নেই তাঁদের হাতে। তাই এই প্রকল্প থেকে সরে দাঁড়াল তারা। যদিও এই চুক্তি ভেস্তে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছে ওয়াকিবহাল মহল।
দুই ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নৌবাহিনীর জন্য ৬টি সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরির করার কথা ছিল নেভাল গ্রুপের (Naval Group)। ৪৩ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা ছয় সাবমেরিনে এয়ার ইনডিপেনডেন্ট প্রপালশন (AIP) রাখার কথা। যাতে অতিরিক্ত সময় জলে ডুবে থাকতে পারে সাবমেরিনটি। একইসঙ্গে দ্রুত গতিতে চলাফেরাও করতে পারে। কিন্তু নেভাল গ্রুপ জানিয়েছে, ভারতের এই চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তাঁদের কাছে নেই।
প্রসঙ্গত, ৪৩ হাজার কোটি টাকার প্রকল্পের জন্য ৫ আন্তর্জাতিক সংস্থাকে বাছাই করেছিল ভারত। তাঁদের মধ্যে থেকে যে কোনও একটি সংস্থাকে ভারতীয় দু’টি কম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে হত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.