Advertisement
Advertisement

ওলিম্পিক চলাকালীন রিওতে জঙ্গি হানার আশঙ্কা ফ্রান্সের

ডিরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের (ডিআরএম) প্রধান ক্রিস্টফ গোমার্ট গত মে মাসে সংসদীয় কমিশনে জঙ্গিদের হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন৷ সেই তথ্যই এ সপ্তাহে প্রকাশ্যে এল৷

France Informed Of Planned Terror Attack On Rio Team: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 1:39 pm
  • Updated:July 14, 2016 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর একমাসও বাকি নেই৷ ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু ওলিম্পিক৷ তার আগেই সন্ত্রাসের আতঙ্ক ছড়াল শহরজুড়ে৷ প্যারিসের মতোই রিওতেও হামলার ছক কষেছে জঙ্গিরা৷ ফ্রান্সের তরফে এমন তথ্যই দেওয়া হল ব্রাজিলকে৷

ডিরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের (ডিআরএম) প্রধান ক্রিস্টফ গোমার্ট গত মে মাসে সংসদীয় কমিশনে জঙ্গিদের হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন৷ সেই তথ্যই এ সপ্তাহে প্রকাশ্যে এল৷ গত বছর নভেম্বরে জঙ্গি হামলার তদন্তে ছিলেন গোমার্ট৷ তিনি জানিয়েছেন, ওলিম্পিক চলাকালীন এক ব্রাজিলীয় হামলার ছক কষেছে৷ হামলার স্থানও জানিয়েছে সে৷ তবে ফরাসি সরকারের তরফে এর চেয়ে বেশি আর কিছু জানানো হয়নি৷ যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে ব্রাজিল ইনস্টিটিউশনাল সিকিউরিটি ক্যাবিনেট৷ ফ্রান্সের কাছ থেকে সরকারিভাবে এমন কোনও তথ্য তারা পায়নি বলে জানিয়েছে৷ চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলীয় আইনমন্ত্রী আলেহান্দ্রে মোরেস বলেছিলেন, ওলিম্পিক চলাকালীন রিওতে জেহাদি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু হতেই পারে, এমনটা বলা হয়নি৷

Advertisement

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সাক্ষী হতে আগামী মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ঠিকানা হতে চলেছে রিও৷ সাড়ে ১০ হাজার অ্যাথলিট, অফিসিয়াল, সাংবাদিক ও পর্যটকদের নিরাপত্তা সুরক্ষিত করতে শহরে ৮৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে৷ যার মধ্যে থাকবে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সেনা জওয়ান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement