সুকুমার সরকার, ঢাকা: জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল বাংলাদেশ৷ বৃহস্পতিবার, চট্টগ্রাম জেলার আমিরাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় চার জঙ্গি৷ পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিরা সন্ত্রাসবাদী সংগঠন জেএমবি-র সদস্য৷ ওই অভিযানে আহত হয়েছেন চার নিরাপত্তাকর্মী৷ তাঁদের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বুধবার বিকেল থেকে চলা ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ নামের এই অভিযান আজ সকালে শেষ হয়েছে বলে ঘোষণা করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামের একটি বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা৷ শুরু হয় গুলির লড়াই৷ অবশেষে পালাতে না পেরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই জঙ্গি৷ এছাড়াও নিরাপত্তাকর্মীদের গুলিতে মারা গিয়েছে আরও দুই জঙ্গি৷ ওই অভিযানে জঙ্গিদের হাতে বন্দি থাকা ১৮ জনকে উদ্ধার করে পুলিশ বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আব্দুল মান্নান৷
ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে ওই অঞ্চলে বিদেশি বিনিয়োগ বন্ধ করা। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম সড়কে বড় ধরনের নাশকতা চালাতে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল জঙ্গিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.