সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত ইজরায়েল। ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয় বন্দুকবাজের গুলিতে নিহত চার নাগরিক। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে দুই হামলাকারীও। এই ঘটনার পর পালটা আক্রমণের হুমকি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বিবিসি সূত্রে খবর, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের ইলাই অঞ্চলে একটি পেট্রল পাম্প ও একটি রেস্তরাঁয় হামলা চালায় দুই প্যালেস্তিনীয় বন্দুকবাজ। অত্যাধুনিক রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। ওই হামালায় এক কিশোর-সহ ইজরায়েলের চার নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক সশস্ত্র পথচারীর গুলিতে খতম হয় এক হামলাকারী। পালিয়ে গেলেও শেষরক্ষা করতে পারেনি তার সঙ্গী। টুবাস শহরের কাছে ইজরায়েলী বাহিনীর গুলিতে নিকেশ হয় সে।
এই হামলার দায় স্বীকার করেছে হামাস। দুই নিহত বন্দুকবাজের তাদের সদস্য বলে দাবি করেছে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন। সোমবার জেনিনে ইজরায়েলী সেনার হামলা নিতেই এই বদলা বলে দাবি করেছে তারা।
উল্লেখ্য, গত সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) অভিযান চালায় ইজরায়েলের বাহিনী। জেনিন অঞ্চলে ওই অভিযানে প্রাণ হারান সাতজন। প্যালেস্তাইনের স্বাস্থ্যদপ্তর হামলার কথা স্বীকার করলেও নিহত ও আহতদের পরিচয় জানায়নি। জেনিনের ডেপুটি গভর্নর, কামাল আবু-আল-রাব এএফপিকে জানান, প্রথমে জেনিনের শরণার্থী শিবিরে আক্রমণ হয়। এরপর নমাজ শেষ হওয়ার পরই শহরে হামলা চালায় ইজরায়েলের সেনা। ওই সময় সেখানে প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে ছ’দিনের যুদ্ধের (সিক্স ডে ওয়ার) পর থেকেই ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে নেয় ইজরায়েল। তারপর থেকেই সংঘাত আরও বেড়ে যায়। অধিকৃত এলাকায় একের পর এক অভিযান চালায় তেল আভিভ। বলে রাখা ভাল, ওই অঞ্চলগুলি নামমাত্রই রাষ্ট্রপতি মেহমুদ আব্বাস প্রশাসনের নিয়ন্ত্রণে। এএফপির এক পরিসংখ্যান মতে, চলতি বছর এখনও পর্যন্ত ইজরায়েল-প্যালেস্তাইনের লড়াইয়ে হিংসার বলী হয়েছেন প্যালেস্তাইনের ১৬১জন নাগরিক। প্রাণ হারিয়েছেন ২১ জন ইজরায়েলীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.